X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পাঁচ দিনের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা

হিলি প্রতিনিধি
২৪ মে ২০১৮, ১০:২৯আপডেট : ২৪ মে ২০১৮, ১০:২৯

পাঁচ দিনের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা পাঁচ দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আরেকদফা কমলো পেঁয়াজের দাম। পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা করে। পাঁচ দিন আগে প্রতি কেজি পেঁয়াজ পাইকারিতে (ট্রাকসেল) ১৫ থেকে ১৬ টাকা দরে বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ১০ থেকে ১৩ টাকা কেজি দরে।

সরেজমিন হিলি স্থলবন্দর ঘুরে দেখা গেছে, বেশ কিছুদিন ধরেই বন্দর দিয়ে ভারত থেকে ইন্দোর, নাসিক, পাটনা, শেখপুরা, বেলোরি, বেলডাঙ্গা জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। আর আমদানিকৃত এসব জাতের পেঁয়াজ বর্তমানে প্রকারভেদে পাইকারিতে (ট্রাকসেল) ১০ টাকা থেকে ১৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে বাংলাহিলি বাজার ঘুরে দেখা গেছে, পাইকারিতে পেঁয়াজের দাম কমার প্রভাব খুচরা বাজারেও পড়েছে। বর্তমানে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ প্রকারভেদে ১৩ টাকা থেকে ১৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা পাঁচ দিন আগে ১৫ টাকা থেকে ১৮ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। আর বাজারে দেশীয় জাতের পেঁয়াজ কয়েকদিন ধরে একই দাম ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক বাবলুর রহমান ও পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রমজানে দেশের বাজারে পেঁয়াজের চাহিদা বেশ বেড়ে যায়। পেঁয়াজের সেই বাড়তি চাহিদাকে মাথায় রেখে পেঁয়াজ আমদানির পরিমাণ বাড়িয়ে দিয়েছেন আমদানিকারকরা। এছাড়াও পেঁয়াজ আমদানিতে ন্যুনতম কোনও মূল্য নির্ধারণ না থাকায় বন্দরের ছোট বড় সব ধরনের আমদানিকারকরা পেঁয়াজ আমদানির দিকে ঝুঁকেছেন। এতে করে বন্দর দিয়ে আগের তুলনায় পেঁয়াজ আমদানির পরিমাণ বেড়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে বন্দর দিয়ে ৬০ থেকে ৭০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে যা আগে ২০ থেকে ২৫ ট্রাক করে আমদানি হতো। দেশের অন্যান্য বন্দরগুলো দিয়েও একই হারে পেঁয়াজ আমদানি হচ্ছে। এতে করে দেশের বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কমেছে।’
তিনি বলেন, ‘তবে সম্প্রতি বাড়তি পেঁয়াজ আমদানি করে বিপাকে পড়েছেন বন্দরের আমদানিকারকরা। হিলি স্থলবন্দর দিয়ে আমদানিকৃত পেঁয়াজ ঢাকা, চট্টগ্রাম সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। কিন্তু গত কয়েকদিন ধরে যে পরিমাণে পেঁয়াজ সরবরাহ করা হয়েছে এতে করে ওইসব মোকামগুলোতে পর্যাপ্ত পেঁয়াজের মজুদ গড়ে উঠেছে। কিন্তু সে তুলনায় পেঁয়াজ বিক্রি না থাকার ফলে মোকামগুলোতে পেঁয়াজের চাহিদা কমে গেছে। এর ফলে রমজান শুরুর পর থেকেই পেঁয়াজের ক্রেতা সংকট দেখা দিয়েছে। এতে করে আমরা আমদানিকারকরা পেঁয়াজ নিয়ে বিপাকের মধ্যে পড়েছি।’

এদিকে ক্রেতা না থাকায় বন্দর থেকে পেঁয়াজ খালাস করে নিজস্ব গুদামে রাখতে হচ্ছে। এতে করে পেঁয়াজ পচে নষ্ট হচ্ছে এর ফলে লোকশানের ভয়ে অনেকটা বাধ্য হয়ে খানিকটা কম দামে পেঁয়াজ বিক্রি করছেন বন্দরের আমদানিকারকরা।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা