X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শিলাবৃষ্টি ও ঝড়ে লোকসানের মুখে মাগুরার লিচু চাষিরা

মাজহারুল হক লিপু, মাগুরা
২৪ মে ২০১৮, ১১:৩১আপডেট : ২৪ মে ২০১৮, ২০:১৯

শিলাবৃষ্টি ও ঝড়ে লোকসানের মুখে মাগুরার লিচু চাষিরা এ বছর মাগুরার লিচু চাষি ও ব্যবসায়ীরা চরম হতাশায় দিন কাটাচ্ছেন। শিলাবৃষ্টি ও ঝড়ের কারণে লিচুর উৎপাদন কম হওয়ায় এবার তারা লোকসানের মুখে পড়েছেন। এর ফলে মাগুরায় প্রতিবছর বিপুল উৎসাহে যে লিচুর মেলা আয়োজন করা হতো এ বছর সেটি বন্ধ রাখা হয়েছে।
মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, এ বছর মাগুরায় ৫২০ হেক্টর জমিতে লিচুর চাষ করা হয়েছে। প্রায় ২৫০ বাগানের লিচু গাছগুলো ছিল মুকুলে ভরপুর। বাগান মালিক, ব্যবসায়ী সবাই আশাবাদী ছিল ভালো একটি মৌসুমের। কিন্তু পর পর দুই দফা শিলাবৃষ্টি ও ঝড়ের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়ে লিচুর উৎপাদন। প্রায় ৮০ ভাগ লিচু উৎপাদন ব্যাহত হয়।
এ বছর লিচু বাগানের মালিকদের প্রত্যাশা ছিল কমপক্ষে ২০ কোটি টাকার লিচু উৎপাদিত হবে মাগুরায়। কিন্তু ঝড় ও শিলাবৃষ্টির কারণে তাদের সেই স্বপ্ন শেষ হয়ে গেছে।
সদর উপজেলার ইছাখাদা গ্রামের বাগান মালিক অখিল ঘোষ বলেন, আমি ২ বিঘা জমিতে এবার লিচু চাষ করেছি। গত বছর এ জমি থেকে ২ লাখ টাকার লিচু বিক্রি করেছিলাম। এ বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে ২০ হাজার টাকার বেশি লিচু বিক্রি হবে না।
শিলাবৃষ্টি ও ঝড়ে লোকসানের মুখে মাগুরার লিচু চাষিরা হাজিপুর গ্রামের লিচু বাগানের মালিক আব্দুর রউফ বলেন, আমি ৫ লাখ টাকা ঋণ করে এবার লিচু উৎপাদনে নেমেছি। কিন্তু ঝড় ও শিলাবৃষ্টিতে আমার বাগানের সব মুকুল ঝরে পড়েছে। আমি জানি না কীভাবে লোন শোধ করবো।
দিনাজপুর থেকে প্রতিবছর লিচু বাগান লিজ নিতে আসা আলতাফ হোসেনকে দেখা গেল শহরের ঢাকা রোড এলাকায় দাঁড়িয়ে লিচু বিক্রি করতে। আলতাফ জানায়, তিনি দিনাজপুর থেকে মাগুরায় প্রতিবার লিচু মৌসুমে বাগান লিজ নিতে আসেন। লিচু ওঠার পর সে পাইকারদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন জেলায় লিচু পাঠায়। ভালো মুকুল দেখে এ বছর ৫০ হাজার টাকা দিয়ে বাগান কিনে লোকসানের মুখে পড়েছেন তিনি। যা লিচু হয়েছে তাতে বাইরে পাঠানো দূরে থাক, রাস্তায় দাঁড়িয়ে লিচু বিক্রি করেও টাকা উঠবে না বলে তার আশঙ্কা।
মাগুরার কৃষি বিষয়ক এনজিও পল্লী প্রকৃতির নির্বাহী পরিচালক শফিকুর রহমান পিন্টু বলেন, ‘মাগুরায় আনুমানিক ২০ হাজার লোক লিচু চাষ করে। প্রতিবছর মাগুরায় ২০ কোটি টাকার লিচু উৎপাদিত হলেও এ বছর লিচু ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে। অনেক চাষি নিঃস্ব হয়ে গেছে। এদের সরকারের তরফ থেকে আর্থিকভাবে সহযোগিতা না করলে মাগুরার কৃষিতে একটি বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে।’
ইছাখাদার স্কুলশিক্ষক সঞ্জিত বসু বলেন, ‘প্রতি বছর ইছাখাদায় লিচু মেলা অনুষ্ঠিত হয়। লিচু কিনতে আসে পাইকাররা ও সাধারণ মানুষও সুলভে কিনতে পারেন লিচু। সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে একটি উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। এবার বাগান মালিক ব্যবসায়ীদের মন খারাপ। তাই মেলায় কেউ আগ্রহী নয়।’
জেলা কৃষি বিষয়ক কর্মকর্ত পার্থ প্রতিম সাহা বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার অভাবনীয় ক্ষতির মুখে পড়েছে মাগুরার লিচু চাষিরা। আমরা ক্ষতিগ্রস্তদের একটি তালিকা ঢাকায় পাঠিয়েছি। আমাদের হাতে সিদ্ধান্ত নেওয়ার কোনও ক্ষমতা নেই।’

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী