X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মাদক ব্যবসায়ীদের মাথায় ‘মল থেরাপি’র আহ্বান এএসপি'র

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৪ মে ২০১৮, ১৪:১৪আপডেট : ২৪ মে ২০১৮, ১৪:৩৪

এএসপি মো. মনিরুজ্জামান ফকির মাদক ব্যবসায়ীদের মাথায় ‘মল ঢেলে থেরাপি’ দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মনিরুজ্জামান ফকির। ‘এতে মলের সার্থকতা হবে’ বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার (২২ মে) দুপুরে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

নিজের নামের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘কিছুদিন আগে যেমন পরিচ্ছন্ন সরাইল গড়ার আহ্বানে শত শত যুবক রাস্তায় নেমে এসেছিল ঠিক এমনটাই চাই সরাইলের কাছে। এটাই সরাইলের স্প্রীট (স্পিরিট)। এ স্প্রীট ছড়িয়ে পড়ুক মাদকের বিরুদ্ধে, সকল অপরাধের বিরুদ্ধে। যেখানেই মাদক ব্যবসায়ী পাওয়া যাবে দাঙ্গা লাগিয়ে দেওয়া হবে তাদের বিরুদ্ধে। টেঁটা দিয়া ক্ষত করে দেওয়া হবে মাদক ব্যবসায়ীদের বুক। যারা আমাদের সন্তানদের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে তাদের বিরুদ্ধে জেগে উঠুক সরাইলের জনতা। দেশজুড়ে জেগে উঠুক জনতা। আইন হাতে তুলে নিবেন না একথা আমরা জানি। আবার আইন বলেছে যদি কারো দ্বারা জানমাল আক্রান্ত হয় তাহলে আইন হাতে তুলে নেওয়া যাবে। যারা আমাদের তরুণদের বিপথে ঠেলে দিচ্ছে, তাদের জীবনকে হুমকির মধ্যে ঠেলে দিচ্ছে, আসুন না আমরা তাদের বিরুদ্ধে আইন হাতে তুলে নেই। এক একটাকে সমাজ থেকে বিতাড়িত করি। পুলিশ জনগণের পাশে আছে, থাকবে।’

এএসপি মো. মনিরুজ্জামান ফকিরের ফেসবুক স্ট্যাটাস

ফেসবুকের ওই স্ট্যাটাসের বিপরীতে অনেক সাধুবাদ জানিয়ে নানা ধরনের মন্তব্যও করছেন। এ বিষয়ে জানতে চাইলে এএসপি মো. মনিরুজ্জামান ফকির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি বলার চেষ্টা করেছি শিক্ষকের মাথায় না ঢেলে যেন মাদক ব্যবসায়ীদের মাথায় ঢালি। তবে এখানে প্রতীকী অর্থে ‘মল’ ঢালার কথা বলা হয়েছে। ঢালাওভাবে কাউকে উদ্দেশ্য করে নয়।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি সরাইলকে মাদকমুক্ত করতে। এ জন্য আমরা একদিকে মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি, অন্যদিকে যুব সমাজের সঙ্গে মিলেমিশে বিভিন্ন কাজ করছি। এতে যুব সমাজ সঠিক পথে এগুবে।’
আরও পড়ুন- মাদকবিরোধী অভিযান: ‘বন্দুকযুদ্ধে’ নিহত আরও ৮ 

 

/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়