X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে নিহত হাবিব কি মাদক ব্যবসায়ী?

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম
২৪ মে ২০১৮, ১৪:৪৭আপডেট : ২৪ মে ২০১৮, ২০:১৫

বন্দুকযুদ্ধে নিহত হাবিবের পরিবারের সংবাদ সম্মেলন চট্টগ্রামের বরিশাল কলোনিতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হাবিবুর রহমানকে ভুল তথ্যের ভিত্তিতে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। হাবিব শেখ নামের একজনকে খুঁজতে গিয়ে হাবিবুর রহমানকে ‘হত্যা’ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। তবে র‍্যাব দাবি করছে, কোনও ভুল হয়নি। হাবিবুর রহমানকে ধরেও আনা হয়নি। মাদক ব্যবসায়ীদের সঙ্গে র‍্যাবের বন্দুকযুদ্ধে তিনি মারা গেছেন। তার বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।

গত ১৭ মে বৃহস্পতিবার রাতে নিহত হন হাবিবুর রহমান। তার  গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। পরিবার নিয়ে তিনি নগরীর লাভ লেইন এলাকায় থাকতেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

বুধবার (২৩ মে) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে হাবিবুর রহমানের অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ে সানজিদা রহমান ইভা দাবি করে, ‘র‌্যাব হাবিব শেখ নামে একজনকে খুঁজছিল। কিন্তু র‍্যাবের সোর্স মোশারফ হোসেন ভুল তথ্য দিয়ে হাবিব শেখের পরিবর্তে আমার বাবা হাবিবুর রহমানকে ধরিয়ে দেয়। সোর্সের দেওয়া ভুল তথ্যের ভিত্তিতে র‌্যাব কোনও ধরনের যাচাই-বাছাই ছাড়া আমার বাবাকে হত্যা করে। এ কারণে পরে মোশাররফকেও কথিত বন্দুকযুদ্ধে মরতে হয়েছে।’

ইভা আরও বলে, ‘মৃত্যুর পরও র‌্যাব আমার বাবার ঠিকানা ও পরিচয় সঠিকভাবে জানতো না। তাই প্রথম দিন শুধু মাদক ব্যবসায়ী হিসেবে পরিচয় প্রকাশ করে। মর্গে সিভিল পোশাকে থাকা কিছু লোক বলছিল, ভুল তথ্যের কারণে আমার বাবার মৃত্যু হয়েছে। পরে মোশারফের স্ত্রীও আমাদের একই কথা বলে।’

সংবাদ সম্মেলনে নিহত হাবিবের ছেলে আব্দুল আলী রাব্বিও উপস্থিত ছিলেন। তিনি জানান, ‘বৃহস্পতিবার (১৭ মে) দুপুরে মোমিন রোড এলাকার ঝাউতলা বায়তুল ফালাহ মসজিদে জোহরের নামাজ পড়ে বের হওয়ার পর বাবাকে কিছু লোক ধরে নিয়ে গেছে বলে এলাকার কয়েকজন যুবক আমাকে জানায়। এসময় স্থানীয় লোকজন তাদের পরিচয় জানতে চাইলে তারা প্রশাসনের লোক পরিচয় দেয় এবং তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা সিএনজি অটোরিকশা নিয়ে চলে যান। একথা শুনে আমি,আমার মা ও কয়েকজন আত্মীয় মিলে কয়েকটি থানায় খোঁজ নিয়েও কোনও হদিস পাইনি। পাশাপাশি মাদকদ্রব্য অফিস,ডিবি অফিসেও খোঁজ নিয়েছি। তারা এ বিষয়ে জানে না বলে আমাদের অবহিত করে। পরে রাতে টিভিতে মাটিতে শোয়ানো সাদা পাঞ্জাবি পড়া লোকটিকে দেখে আমার বাবার মতো মনে হলে শুক্রবার ভোররাত ৪টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে বাবার মরদেহ শনাক্ত করি।’

আব্দুল আলী অভিযোগ করে বলেন, ‘আমার বাবাকে ধরে নিয়ে যাওয়ার পর র‌্যাব সদস্যরা ঝাউতলা মহল্লায় গিয়ে মহল্লা কমিটির কাছে সিসি ক্যামেরা দেখতে চায়। কমিটির কাছ থেকে চাবি নিয়ে তারা ১৭ দিনের ফুটেজ ডিলিট করে দেয়।’

তিনি আরও বলেন,‘মর্গে একই দিন র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত মোশারফের স্ত্রী নাজমার সঙ্গে আমাদের দেখা হয়। নাজমা আমাদের জানিয়েছেন,তার স্বামী মোশারফ র‌্যাবের সোর্স ছিল। র‌্যাব হাবিব শেখ নামের একজনকে খুঁজছিল। কিন্তু মোশারফ নিজেই হাবিব শেখের লোক ছিল। তাই সে আমার বাবাকে র‌্যাবের হাতে তুলে দেয়।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত হাবিবুর রহমানের শাশুড়ি হাসিনা বেগম এবং শ্যালিকা লায়লা আক্তার।

এই অভিযোগের বিষয়ে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাউকে ধরে নেওয়ার প্রশ্নই আসে না। ওই দিন বরিশাল কলোনিতে মাদক ব্যবসায়ীদের সঙ্গে র‌্যাব সদস্যদের বন্দুকযুদ্ধ হয়। পরে সেখানে হাবিবুর রহমানসহ দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখে র‌্যাব সদস্যরা। হাবিব বরিশাল কলোনিতে মাদক ব্যবসায়ীদের সঙ্গে কীভাবে একত্র হয়েছে সেটা আমাদের জানা নেই।’

মসজিদ থেকে বের হওয়ার সময় ধরে আনার বিষয়ে তিনি বলেন, ‘কারও নামে ওয়ারেন্ট থাকলে পুলিশ তাকে ধরে নিয়ে আসে। তাকে ধরে আনার প্রশ্নই আসে না। নিহত মাদক ব্যবসায়ী মোটা হাবিব না হাবিব শেখ সেটা র‌্যাব সদস্যদের জানার বিষয় না। ওই দিন কতিপয় মাদক ব্যবসায়ীর সঙ্গে র‌্যাবের বন্দুকযুদ্ধে সে নিহত হয়।’

সিসিটিভি ফুটেজ ডিলিট করার বিষয়ে মিমতানুর রহমান বলেন, ‘এটি মিথ্যা অভিযোগ ছাড়া আর কিছু না। বন্দুকযুদ্ধের সঙ্গে সিসিটিভি ফুটেজের কোনও সর্ম্পক নেই।’

তিনি জানান, হাবিবুর রহমানের নামে ৭টি মামলা এবং তার স্ত্রীর নামে মাদকের দুটি মামলা রয়েছে।

আরও পড়ুন- মাদকবিরোধী অভিযান: ‘বন্দুকযুদ্ধে’ নিহত আরও ৮

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তামিমের ফেরা প্রসঙ্গে শান্ত, ‘সবার আগে উনার চাইতে হবে’
তামিমের ফেরা প্রসঙ্গে শান্ত, ‘সবার আগে উনার চাইতে হবে’
পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি সেটেলাররা
পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি সেটেলাররা
রিক্রুটিং এজেন্সিকে মানবিক হওয়ার আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর
রিক্রুটিং এজেন্সিকে মানবিক হওয়ার আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর
চুয়াডাঙ্গায় বইছে তীব্র তাপপ্রবাহ, তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি
চুয়াডাঙ্গায় বইছে তীব্র তাপপ্রবাহ, তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা