X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সৌদিতে নির্যাতিত এক নারী দেশে ফিরে বললেন-ওদের বাঁচান!

এ কে বিজয়, টাঙ্গাইল
২৫ মে ২০১৮, ০৩:২১আপডেট : ২৫ মে ২০১৮, ১১:২৫

সৌদি আরব ফেরত মাজেদা বেগম উচ্চ বেতনের কথা বলে টাঙ্গাইলের সখীপুরে মাজেদা বেগম নামের এক নারীকে সৌদি আরবে নিয়ে একটি চক্র আটকে রেখে মুক্তিপণের দাবিতে শারীরিক নির্যাতন চালিয়েছিল।

নারীর পরিবারের সদস্যরা বিষয়টি বাংলা ট্রিবিউনকে ফোন করে জানিয়ে সহযোগিতা চান। এতে মাজেদা বেগমকে সৌদি আরবে পাঠানো ঢাকার নয়াপল্টনের ভিআইপি রোডের বি.এ অ্যাসোসিয়েটস নামের এজেন্সির সঙ্গে যোগাযোগ করা হয়। পরে বৃহস্পতিবার (২৪ মে) ওই এজেন্সি তাকে দেশে ফিরিয়ে আনে।

তিনি বৃহস্পতিবার সকাল ৯টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। দুপুর আড়াইটায় তিনি টাঙ্গাইলের সখীপুরের বানিয়ারছিটে তার বাড়িতে পৌঁছান। মাজেদা বেগমের মেয়ে শম্পা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

মাজেদা বেগম বলেন, ‘আমাকে সৌদির রিয়াদের একটি ঘরে আটকে রেখে শরীরে গরম লোহা দিয়ে ছেঁক দিয়েছে। গায়ে গরম পানি ঢালা ও পেটানোসহ বিভিন্নভাবে নির্যাতন চালানো হতো।’ তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে আরও ৫০ জন নারী ছিলেন। তাদের রাতে কোথায় যেন নিয়ে যেতো। অনেক সময় পর ওই রাতেই আবার ঘরে এনে মারধর করা হতো। সেখানে এক বেলা শুধু লবণ দিয়ে খাবার দিত। আমি আর কাউকে বিদেশ যেতে দেবো না।’ তিনি তার সঙ্গে থাকা ওই নারীদের রক্ষার আকুতি জানিয়ে বলেন, ‘আপনারা ওদের বাঁচান!’

মাজেদা বেগমকে ওই এজেন্সির মাধ্যমে সৌদি আরবে পাঠায় টাঙ্গাইলের স্থানীয় দালাল সাইফুল ইসলাম। সে সাইফুল ইসলাম একই এলাকার মহর আলীর ছেলে ও সাবেক ইউপি সদস্য।

সৌদি পাঠানোর প্রায় পনেরদিন পরও মাজেদা বেগমের কোনও খবর পাচ্ছিল না তার পরিবার। হঠাৎ একদিন বাড়িতে মাজেদা বেগম ফোন দিয়ে কাঁদতে কাঁদতে বলেন, ‘আমাকে দেশে ফেরত নিয়ে যাও। আমাকে রিয়াদ শহরের একটি ঘরে আটকে রেখে মারধর করছে ওরা।’ তিনি আরও জানান, বেশ কয়েকজন নারীকেও এখানে একসঙ্গে আটকে রেখে শরীরে গরম পানি ঢালাসহ মুখ বেঁধে পেটানো হচ্ছে।

মাজেদা বেগমের বড় মেয়ে সম্পা আক্তার বলেন, ‘সাইফুল দালাল আমার মাকে সৌদি পাঠায়। সৌদি যাওয়া বাবদ ৬০ হাজার টাকা দেওয়ার কথা ছিল। ব্যাংক থেকে ঋণ নিয়ে সাইফুল দালালকে নগদ ৩৫ হাজার টাকা দেওয়া হয়। বাকি টাকা বেতন থেকে কেটে নেওয়ার কথা ছিল। মাকে সৌদি নিয়ে সাইফুল দালালের লোকজন আটকে রাখে। মাকে দেশে ফেরত আনতে এক লাখ ৬০ হাজার টাকা দাবি করে সাইফুল।’

সম্পা আক্তার আরও জানান, টাকা ছাড়া দেশে ফেরত আসতে অনেক সময় লাগবে বলে সাইফুল তাদের জানিয়েছে। টাকা দিলে ছয় ঘণ্টার মধ্যে দেশে ফেরত এনে দেওয়ার কথাও বলে সে। সম্পা আক্তার বলেন, ‘কয়েকদিন আগে সাইফুল তাদের বি.এ অ্যাসোসিয়েটসে তাদের নিয়ে যায়। সেখানেও এক লাখ ৬০ হাজার টাকা দাবি করা হয়।’

স্থানীয় ইউপি সদস্য কিসমত আলী জানান, মাজেদার পরিবারটি অত্যন্ত অসহায়। মাজেদার স্বামী দিনমজুর। শুনেছি মাজেদা বেগমকে সৌদিতে আটকে রেখে নির্যাতন চালানো হচ্ছে। সাইফুল দালাল মাজেদাকে দেশে ফেরত আনতে এক লাখ ৬০ হাজার টাকা দাবি করেছে বলে শুনেছি।’

তবে অভিযুক্ত স্থানীয় সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম মুক্তিপণ হিসেবে এক লাখ ৬০ হাজার টাকা যাওয়ার বিষয়টি বাংলা ট্রিবিউনের কাছে অস্বীকার করলেও মাজেদার ওপরে নির্যাতনের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘ঢাকার নয়াপল্টনের বি.এ অ্যাসোসিয়েটসের মাধ্যমে মাজেদা বেগমকে সৌদি আরবে পাঠানো হয়েছে। শুনেছি সেখানে তাকে নির্যাতন চালানো হচ্ছে। মাজেদা বেগমকে দ্রুত সৌদি থেকে দেশে ফেরত আনার চেষ্টা চলছে।’

এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম তুহীন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!