X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধ, ২০ হাজার জেলে পরিবারের মানবেতর জীবন

জিয়াউল হক, রাঙামাটি
২৫ মে ২০১৮, ০৯:৪৩আপডেট : ২৫ মে ২০১৮, ১২:২১

কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধ, ২০ হাজার জেলে পরিবারের মানবেতর জীবন কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধ থাকায় মানবেতর জীবন কাটাচ্ছেন সেখানকার প্রায় ২০ হাজার জেলে পরিবার। মাছ শিকার বন্ধ হওয়ার এক মাস হতে চললেও এখনও সরকারিভাবে বরাদ্দকৃত ভিজিএফ কার্ডের খাদ্যশস্য পাননি জেলেরা। এতে তাদের কষ্ট বেড়েছে কয়েকগুণ।
গত ১ মে থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ, পরিবহন ও বাজারকরণের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বছরের নয় মাস মাছ শিকারের মাধ্যমে পরিবার সচল রাখলেও এই তিন মাস নিষেধাজ্ঞা থাকায় কাপ্তাই হ্রদে মাছ শিকারের ওপর নির্ভরশীল প্রায় ২০ হাজার জেলে বেকার থাকেন। এর ফলে পরিবারের আয়ও বন্ধ থাকে। এতে মানবেতর দিন কাটাতে হয় জেলে পরিবারগুলোকে। এই সময় কোনও আয়-রোজগার না থাকায় অনেক পরিবার ঋণের জালে আটকে পড়ে।
শহরের নতুন জেলে পাড়ায় বাসিন্দা সঞ্জয় দাশ জানান, মাছ শিকার বন্ধকালীন তাদের কেউ কেউ রাজমিস্ত্রি, ডিপটিউবলের দিনমজুরের কাজ করে পরিবার চলায়।
কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধ, ২০ হাজার জেলে পরিবারের মানবেতর জীবন তিনি আরও জানান, এ সময় জেলেরা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে তিন মাস তাদের দৈনন্দিন খরচ চালান। এতে সারা বছর এই ঋণের বোঝা টানতে হয়।
শহরের নতুন জেলেপাড়ার বাসিন্দা মল্লিকা দাশ বলেন, নিষেধাজ্ঞা থাকায় আমার স্বামী মাছ ধরতে পারছে না। মাছ না ধরলে খাবো কী? অন্যের জাল সেলাইয়ের কাজ করে প্রতিদিন ২০০ করে টাকা পাই। এটা দিয়ে স্বামীকে একটু সাহায্য করা হয়। কিন্তু সংসার চলে না।
বিমল দাশ বলেন, মাছ ধরা বন্ধের সময়ে সরকারে পক্ষ থেকে ভিজিএফের কার্ডের মাধ্যমে জেলেদের জন্য বরাদ্দকৃত খাদ্যশস্য দেওয়ার কথা। কিন্তু ১ মাস শেষ হতে চললো, আমরা এখনও কিছু পাইনি। এভাবে যদি চলতে থাকে তাহলে ঝুঁকি নিয়ে মাছ ধরতে যেতে বাধ্য হবে পরিবারগুলো।
রাঙামাটি বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপক কমান্ডার আসাদুর জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা জেলেদের তালিকা সরকারের কাছে পাঠিয়েছি। সেই তালিকা অনুযায়ী ১৯ হাজার ২০০ জেলে রয়েছে। আশা করছি শিগগিরই ভিজিএফের কার্ডের মাধ্যমে জেলেদের জন্য বরাদ্দকৃত খাদ্যশস্য বিতরণ করা সম্ভব হবে। ’
রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ বলেন, আমরা জেলেদের জন্য বরাদ্দকৃত চাল পেয়েছি। প্রতিটি উপজেলায় তা পাঠানো হয়েছে। শিগগিরই ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্যশস্য বণ্টন করা হবে।
কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণসহ হ্রদের প্রাকৃতিক পরিবেশ মৎস্য সম্পদ বৃদ্ধির সহায়ক হিসেবে গড়ে তোলার জন্য প্রতিবছর কাপ্তাই হ্রদে তিন মাস মাছ শিকার বন্ধ রাখা হয়। তবে এ সময় যাতে অভাবের তাড়নায় জেলেদের অবৈধভাবে মাছ শিকার করতে না হয়, সেজন্য কর্তৃপক্ষকে আরও বেশি সজাগ থাকা প্রয়োজন বলে মনে করেন এখানকার সচেতন মানুষ।

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেপাল ও ভুটান সফরে গেলেন পররাষ্ট্র সচিব
নেপাল ও ভুটান সফরে গেলেন পররাষ্ট্র সচিব
নাহিদের আগুন বোলিংয়ে হারলো মোহামেডান
নাহিদের আগুন বোলিংয়ে হারলো মোহামেডান
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ব্রাজিলে গিয়ে স্বপ্নভঙ্গ রবিউল-শায়েরাদের
ব্রাজিলে গিয়ে স্বপ্নভঙ্গ রবিউল-শায়েরাদের
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের