X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

হিলিতে এখনও শুরু হয়নি টিসিবি’র পণ্য বিক্রি

হিলি প্রতিনিধি
২৫ মে ২০১৮, ১১:০১আপডেট : ২৫ মে ২০১৮, ১১:০১



ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ দিনাজপুরের হিলিতে এখন পর্যন্ত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়নি। এমনকি এখন পর্যন্ত টিসিবির ডিলাররা ডিপো থেকে পণ্যও উত্তোলন করেননি। এতে করে টিসিবির নির্ধারিত মূল্যের পণ্য কেনা থেকে বঞ্চিত হচ্ছেন হিলিবাসী।

পবিত্র রমজান উপলক্ষে গত ৬ মে থেকে সারাদেশে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু হিলিতে টিসিবির দুজন ডিলার থাকলেও এখন পর্যন্ত এর কার্যক্রম শুরু করেননি।

হিলি বাজারে টিসিবির পণ্য কিনতে করতে আসা নাজমুল হোসেন জানান, প্রতি বছরই তিনি হিলি বাজারের টিসিবির ডিলারের কাছ থেকে ন্যায্যমূল্যে পণ্য কিনে থাকেন। এবারেও বিভিন্ন পত্র পত্রিকায় খবর পড়ে হিলি বাজারে টিসিবির পণ্য কেনার জন্য আসেন। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও হিলিতে এখন পর্যন্ত টিসিবির পণ্যের দেখা পান তিনি। এতে করে সাধারণ মানুষকে বাড়তি দাম দিয়ে বাজার থেকে চাহিদা অনুযায়ী পণ্য কিনতে হচ্ছে।

হিলি বাজারের টিসিবি ডিলার আলমগীর হোসেন আলম জানান, এবারে হিলিতে তিনিসহ অন্য একজন যে টিসিবির ডিলার রয়েছেন তারা কেউই এবার টিসিবির পণ্য উত্তোলন করেননি।
এর কারণ এবারে টিসিবি যে মূল্যে চিনি, মশুর ডাল, সয়াবিন তেল, ছোলা ও খেজুর বিক্রির নির্দেশ দিয়েছে এর চেয়ে খোলা বাজারে সেইসব পণ্যগুলোর দাম কেজিতে প্রকারভেদে ৫ থেকে ১০ টাকা করে কম রয়েছে। এতে করে তাদের পণ্য উত্তোলন করে লোকশান গুণতে হবে। বাজারের চেয়ে বাড়তি মূল্য হওয়ায় এই পণ্য কেউ নিতে চাইবেন না।

হাকিমপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘টিসিবির ডিলার নিয়োগ থেকে শুরু করে টিসিবির পণ্য উত্তোলন ও বিক্রির বিষয়টি আমাদের দফতরের নয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরের মাধ্যমে তদারক করে থাকেন। এ বিষয়ে তার সঙ্গে কথা বললেই বিস্তারিত জানতে পারবেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. শুকরিয়া পারভীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার জানা মতে হাকিমপুর উপজেলায় দুজন টিসিবির ডিলার রয়েছেন। যারা এখন পর্যন্ত পণ্য উত্তোলন করেনননি এবং মাল বিক্রিও শুরু করেননি। বিষয়টি নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় নির্ধারণ করবো।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা