X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ীরা গা ঢাকা দিলেও থেমে নেই মাদক ব্যবসা

গোপালগঞ্জ প্রতিনিধি
২৫ মে ২০১৮, ১৮:২৪আপডেট : ২৫ মে ২০১৮, ১৯:৪২

গোপালগঞ্জ

আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে গোপালগঞ্জের মাদক ব্যবসায়ীরা এলাকা ছেড়ে পালিয়েছে। তবে তাদের মাদকের কারবার থেমে নেই। স্থানীয় সূত্রের দাবি, মাদকসেবীদের সঙ্গে যোগাযোগ রেখে ব্যবসায়ীরা বেশভূষা ও কৌশল পাল্টে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের বিক্রি অব্যাহত রেখেছে। এ তথ্য স্বীকার করে পুলিশ বলছে, মাদক ব্যবসায়ীদের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা স্থান ত্যাগ করছে।

স্থানীয় সূত্র জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান শুরুর পর মাদক ব্যবসায়ীরা শহর এলাকা ছেড়ে পালিয়েছে। তবে এরা বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী যখন বিভিন্ন গ্রামে অভিযান চালাচ্ছে তখন মাদক ব্যবসায়ীরা বিভিন্ন বিল এলাকায় আশ্রয় নিচ্ছে। কিন্তু এত কিছুর পরও তাদের মাদক ব্যবসা থেমে নেই। মাদকসেবীদের কাছ থেকে ডাক পেয়ে সময় ও সুযোগ বুঝে বেশভূষা পাল্টে ব্যবসায়ীরা শহর, গঞ্জ ও বিভিন্ন বাজার এলাকায় আসে এবং মাদক বুঝিয়ে দিয়ে আবার মুহূর্তেই স্থান ত্যাগ করে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম, কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান ও কোটালীপাড়া থানার ওসি মুহম্মদ কামরুল ফারুক জানান, তারা মাদক ব্যবসায়ীদের একশ’ জনের একটা তালিকা করেছেন। এ তালিকা অনুযায়ী মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

তারা আরও জানান, গত এক সপ্তাহে জেলার বিভিন্ন স্থান থেকে মাদক মামলায় প্রায় অর্ধশত লোককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ জেলার শীর্ষ মাদক ব্যবসায়ীরা গাঢাকা দিয়েছে। তবে তাদের ধরতেও পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

টুঙ্গিপাড়া থানার ওসি একেএম এনামুল কবির এবং মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানান, শহর এলাকা ছেড়ে দূরবর্তী গ্রামগুলোতে ঢুকে পড়েছে মাদক ব্যবসায়ীরা। তবে মাদকসেবীদের কাছ থেকে ডাক পেলেই তারা গঞ্জ ও বাজার এলাকায় আসে বলে আমরা খবর পেয়েছি। কিন্তু আমরা খবর পেয়ে ঘটনাস্থলগুলোতে যাওয়ার আগেই তারা ওই স্থানগুলো ত্যাগ করছে।

পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান খান বাংলা ট্রিবিউনকে জানান, যেকোনও মূল্যে গোপালগঞ্জকে মাদকমুক্ত করা হবে। মাদক ব্যবসায়ীরা নির্মূল না হওয়া পর্যন্ত চলমান অভিযান অব্যাহত থাকবে। ইতোমধ্যে তারা অনেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন, বাকিদেরও গ্রেফতার করবেন।

 

/এমএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা