X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই জনের বাড়ি টেকনাফ

নেত্রকোনা প্রতিনিধি
২৬ মে ২০১৮, ১৬:৫০আপডেট : ২৬ মে ২০১৮, ১৬:৫৪

নেত্রকোনা গত বৃহস্পতিবার রাতে নেত্রকোনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ইসমাইল ও ওসমানের পরিচয় মিলেছে। ইসমাইল কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের হীলা পশ্চিমপাড়া গ্রামের মৃত মৌলভী দীল মোহাম্মদের বড় ছেলে। ওসমান একই উপজেলার মৃত মোহাম্মদ হোসেন মেম্বারের ছেলে। নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ওই দুই জন দীর্ঘদিন ধরে গোপনীয়ভাবে টেকনাফ থেকে পালিয়ে ঢাকা ও এর আশপাশের জেলাগুলোতে বিভিন্ন ধরনের মাদক সরবরাহ করে আসছিল।

কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার আফরজুল হক টুটুল বলেন, ‘এরা টেকনাফের বাসিন্দা। তবে, দীর্ঘদিন ধরে এই দুই জন ঢাকায় থাকতো আর স্থানীয়ভাবে এরা নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিল।এছাড়াও নেত্রকোনা থেকে জেলা পুলিশের মাধ্যমে আমরা খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যদের নেত্রকোনায় পাঠিয়েছি। জেলা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

আরও পড়ুন: নেত্রকোনা ও কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিৎ কুমার বড়ুয়া বলেন, ‘এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনও মামলা নেই। তবে এরা এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। দু্ই জন সব সময় ঢাকায় অবস্থান করতো। এদের কোনও রাজনৈতিক পরিচয় নেই।

নেত্রকোনা মডেল থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, শনিবার দুপুরে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ইসমাইলের লাশ তার ভাই ইব্রাহীম ও ওসমানের লাশ গ্রহণ করেন তার ভাই ইশা খাঁ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মনাং এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তারা নিহত হয়।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
কান উৎসব ২০২৪কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
বিএনপির কারণে ভিন্ন কৌশল নেওয়ার কথা জানালো আ.লীগ
উপজেলা নির্বাচনবিএনপির কারণে ভিন্ন কৌশল নেওয়ার কথা জানালো আ.লীগ
মাদক-চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্বের জেরে পল্লবীতে পাভেল হত্যা
৮ জনকে গ্রেফতারের পর ডিবি’র দাবিমাদক-চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্বের জেরে পল্লবীতে পাভেল হত্যা
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট