X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘সকালে উচ্ছেদ, বিকালেই আবারও দোকান-পাট বসে যাচ্ছে’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ মে ২০১৮, ২২:৪২আপডেট : ২৬ মে ২০১৮, ২২:৪৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে উচ্ছেদ অভিযান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে সড়ক ও জনপথের (সওজ) জায়গায় গড়ে ওঠা পাঁচ শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ শনিবার এ উচ্ছেদ অভিযান চালায়।

অভিযান শেষে স্থানীয় বাসিন্দারা জানান, এ উচ্ছেদ অভিযান কোনও কাজে আসে না। কারণ সকালে উচ্ছেদ হলে বিকালেই আবারও দোকান-পাট বসে যাচ্ছে। এ শিমরাইল মোড়ে কয়েকমাস পর পরই উচ্ছেদ চালানো হয়। কিন্তু বেশিদিন স্থায়ী হয় না। কারণ এ দোকানপাট থেকে প্রভাবশালী ব্যক্তি ও চাঁদাবাজ চক্র প্রতিমাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। তাই উচ্ছেদের ফলাফলটি বেশিদিন টেকসই হচ্ছে না।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাসান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত ফেরদৌসের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) মো. আজিজুল হকসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত ফেরদৌস বলেন, ‘সওজের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা একটি কাঁচাবাজারসহ দোকাপাট উচ্ছেদ করা হয়েছে। এ উচ্ছেদ অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা পাঁচ শতাধিক দোকানপাট গুড়িয়ে দেওয়া হয়।’

জানা গেছে, সকাল সাড়ে ৯টা থেকে উচ্ছেদ অভিযানে শিমরাইল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের  আহসান উল্ল্যাহ সুপার মার্কেট, নেকবর আলী সুপার মার্কেট, কাসসাফ শপিং কমপ্লেক্স ও চাঁন সুপার মার্কেটের সামনের সওজের জাগায় গড়ে ওঠা কাঁচাবাজার, জামা-কাপড়ের দোকান, জুতো, ভাসমান হোটেলসহ বিভিন্ন ফলে দোকানপাটও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা