X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি
২৭ মে ২০১৮, ০৫:২৪আপডেট : ২৭ মে ২০১৮, ০৫:২৭

 

গ্রেফতার



লালমনিরহাটের হাতিবান্ধায় মাদক বিরোধী অভিযানে গুলিবিদ্ধ অবস্থায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৬ মে) দিবাগত রাতে উপজেলার রমনীগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম নূর হাই, তিনি উপজেলার ফকিরপাড়া এলাকার আব্দুস সোবহানের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, শনিবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা উপজেলার রমনীগঞ্জ এলাকার আবুল কালাম আজাদের বাঁশঝাড় এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক কেনাবেঁচা করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ইটপাটকেল ও পাথর নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের সহকারী উপপরিদর্শক ইসরাফিল আলম, কনস্টেবল আবুল হোসেন ও সাইদুর রহমান আহত হন। পরে পুলিশ পাল্টা শর্ট গানের গুলি ছোড়ে। এতে নূর হাই গুলিবিদ্ধ হয়। তার সহযোগীরা ওই সময় পালিয়ে গেলেও তাকে আটক করা হয়। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ৫০ বোতল ফেন্সিডিল, ৩৫ পিস ইয়াবা ও লাঠি-সোটাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্বদানকারী হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক বলেন, নূর হাইয়ের নামে থানায় চারটি মাদক মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে। আহত অবস্থায় তাকে পুলিশ হেফাজতে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত পুলিশ সদস্যদের মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় ফিরলেও দুইজন হাতীবান্ধা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/আরএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি