X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে রাঘব বোয়ালদের না ধরার অভিযোগ

বগুড়া প্রতিনিধি
২৭ মে ২০১৮, ০৯:৫৫আপডেট : ২৭ মে ২০১৮, ০৯:৫৫

বগুড়া

বগুড়া পুলিশের মাদকবিরোধী অভিযানে ক্রেতা-বিক্রেতারা ধরা পড়লেও রাঘব বোয়ালরা এখনও ধরাছোঁয়ার বাইরে। জানা যায়, গত ৪ দিনের অভিযানে ১৪৫ জন গ্রেফতার এবং ২ হাজার ৮০০ পিস ইয়াবা, ২২০ বোতল ফেনসিডিল ও ১৬ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। অভিযোগ আছে, মাদক ব্যবসার যারা মূলহোতা তাদের দিকে আইনশৃঙ্খলা বাহিনী নজর দিচ্ছে না।

তবে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, অভিযোগগুলো সত্য নয়। গ্রেফতার করা সবাই রাঘব বোয়াল।

স্থানীয়দের অভিযোগ, শহরের অর্ধ শতাধিক স্পটে ইয়াবাসহ বিভিন্ন মাদকের রমরমা ব্যবসা চলে। কোনও কোনও এলাকায় হিলিসহ বিভিন্ন সীমান্ত পথ দিয়ে ট্রাকে করে আনা মাদকও নামানো হয়। বড় ব্যবসায়ীরা শুধু মাদক নয়, প্রশাসনকে ফাঁকি দেওয়ার জন্য ছোট ছোট ব্যবসায়ীদের কাছে সিসি ক্যামেরাও সরবরাহ করে থাকেন। এর আগে ধুনট ও শাজাহানপুর উপজেলায় মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে সিসি ক্যামেরা উদ্ধার করা হয়েছে। এসব মাদক ব্যবসায়ীদের অনেকেই সমাজে ভদ্রবেশে চলাফেরা করে। রাজনীতির সঙ্গেও জড়িত।

স্থানীয়রা জানান, শহরের সুলতানগঞ্জপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকা, চকসূত্রাপুর, কাঠনারপাড়া, বাদুড়তলা, চেলোপাড়া, নামাজগড়, হাড্ডিপট্টি, কামারগাড়ি, জামিলনগর, মালগ্রাম, খান্দার, রহমাননগর, নারুলীসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চলে। শুধু শহরে নয়; মাদক ব্যবসা এখন উপজেলা পর্যায়েও পৌঁছে গেছে। ফোন দিলেই হেলমেট পরিহিত মাদক ব্যবসায়ীরা বাইকে মাদক পৌঁছে দিয়ে আসে। আবার ক্রেতারাও প্রকাশ্যে এসে নিয়ে যায়। কোনও কোনও ব্যবসায়ী কক্সবাজার, হিলি সীমান্তসহ বিভিন্ন এলাকায় পরিবার নিয়ে ভ্রমণের নামে মাদক নিয়ে আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মাদক ব্যবসায়ী জানান, তারা লাভজনক এ ব্যবসায় একাধিক বিনিয়োগ করেন। গ্রেফতার হলে যাতে তারা নিঃস্ব না হন, সেজন্য এ ব্যবস্থা। একবার গ্রেফতার হলে পরবর্তীতে দ্বিতীয় পুঁজি (টাকা) দিয়ে ব্যবসা শুরু করেন। গ্রেফতার হওয়ার পর তাদের বেশিদিন কারাগারে থাকতে হয় না। অনেকের ব্যক্তিগত আইনজীবী আছেন, যারা দ্রুত সময়ে জামিন করে থাকেন। এছাড়া তারা আইনশৃঙ্খলা বাহিনীর অসাধু কর্মকর্তাদের মাসোহারা দিয়েও ব্যবসা করেন। পত্রিকায় লেখালেখির পর অভিযান শুরুর আগেই ওইসব অসাধু কর্মকর্তারা তাদের সতর্ক করে থাকেন। ফলে তারা খুব সহজে আত্মগোপন করতে পারেন। পরিস্থিতি স্বাভাবিক হলেই তারা আবার মাঠে নামেন। সম্প্রতি বগুড়ার শিবগঞ্জে মাদকের টাকা নিয়েই চার খুন হয়েছে।

এ ব্যাপারে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তার দাবি, ‘তাদের অভিযানে বড় বড় ব্যবসায়ীরাও ধরা পড়ছে।’

পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা সাংবাদিকদের বলেছেন, শুধু মাদক ব্যবসায়ী নয়; তাদের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে। 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা