X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১০

বরিশাল প্রতিনিধি
২৭ মে ২০১৮, ১০:১৮আপডেট : ২৭ মে ২০১৮, ১০:২৬

শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ছাত্রলীগ নেতাসহ আটক ১০ বরিশালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ছাত্রলীগ নেতা ও নারীসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ মে) দিবাগত রাত দেড়টায় নগরীর ইম্পেরিয়াল আবাসিক হোটেল এবং শনিবার (২৬ মে) ভোরে নিউ সার্কুলার রোডের একটি বাসায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো, বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিম বাপ্পি ও তার সহযোগী শহিদুল  ইসলাম সোহেল (৩৫), ফাতেমা বেগম (২৯), নাজমুন নাহার মনি (২৭),এলিনা বেগম রুপা (২৬), আনোয়ার হোসেন ফকির (৩৯),আহসান হাবিব হাওলাদার (৩৫), জহির উদ্দিন জুয়েল (৩৫),জায়েদা খাতুন (৩০)ও বাদল ব্যপারি (৩৮)।

মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মাহফুজুর রহমান বলেন, গ্রেফতারকৃতরা প্রক্সি এবং ডিভাইসের মাধ্যমে অনেকদিন ধরে পরীক্ষায় জালিয়াতি করে আসছিলো। পরে শুক্রবার অভিযান চালিয়ে নগরীর ইম্পেরিয়াল হোটেলের ৪০৬ নম্বর কক্ষ থেকে শহিদুল ইসলাম সোহেলকে ও তার ৬ সহযোগীকে গ্রেফতার করা হয়। এরপর শহিদুলের স্বীকারোক্তি অনুযায়ী শনিবার নিজ বাসা থেকে সরকারি সৈয়দ হাতেমআলী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রেজাউল ইসলাম বাপ্পিসহ তিনজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, প্রতারক চক্রের মূলহোতা শহিদুল ইসলামের কাছ থেকে নগদ দেড় লাখ টাকা, তিনটি ইলেকট্রিক ডিভাইস ও ৮টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) গোলাম রউফ খান বলেন, 'ছাত্রলীগ নেতা রেজাউল ইসলাম বাপ্পিসহ  গ্রেফতারকৃতদের মধ্যে চারজন বিভিন্ন পরীক্ষায় প্রক্সি দেওয়ার কাজ করতো। আর বাকিরা ইলেকট্রনিক্স ডিভাইস ব্লুটুথের সাহায্যে পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তর বলে দিতো।'

আটক ১০ জনের বিরুদ্ধে শনিবার সকালে কোতোয়ালি থানার এস আই মহিউদ্দিন বাদি হয়ে মামলা দায়ের করে বিকালে আদালতের মাধ্যমে তাদের জেলে পাঠিয়েছেন। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?