X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ জুন ২০১৮, ১৭:৪১আপডেট : ১১ জুন ২০১৮, ২০:৪৫

ঝুঁকিপূর্ণ বসতি সরিয়ে নিতে প্রশাসনের মাইকিং পাহাড় ধসে প্রাণহানি রোধে চট্টগ্রাম নগরীর বিভিন্ন পাহাড় থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন। রবিবার রাতভর বৃষ্টির পর সোমবার (১১ জুন) বেলা ১১টার দিকে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিতে অভিযান শুরু করে জেলা প্রশাসন। বিকাল ৪টা পর্যন্ত এসব পাহাড়ে অভিযান চালিয়ে ৪৯০টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার রাতভর বৃষ্টির পর সোমবার চারজন এসিল্যান্ডের নেতৃত্বে নগরীর খুলশী, চান্দগাঁও, বাকলিয়া ও সদর সার্কেলের পাহাড়গুলোয় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চালিয়ে এদিন আমরা ৪৯০টি পরিবারকে সরিয়ে নিয়েছি। এখনও যারা ওইসব পাহাড়ে বসবাস করছেন, তাদের সরে যেতে আমরা ওইসব এলাকায় মাইকিং করছি।’

অভিযানে ৮০টি ঝুঁকিপূর্ণ বসতঘর উচ্ছেদ করা হয়েছে বলে তিনি জানান।

দেলোয়ার হোসেন বলেন, ‘অভিযানে গিয়ে আমরা অধিকাংশ বসতঘর তালাবদ্ধ অবস্থায় পেয়েছি। আর যেসব ঘরে মানুষজন ছিল আমরা তাদের সেখান থেকে সরিয়ে নিয়েছি। অভিযানে অধিক ঝুঁকিপূর্ণ ৮০টি বসতঘর ভেঙে দিয়েছি। ওইসব ঘরে যেন কেউ না থাকতে পারে সেজন্য আমরা চালের টিন ফুটো ও বেড়া ভেঙে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর আশ্রয়ের জন্য নগরীর সাতটি প্রাথমিক স্কুলে অস্থায়ী আশ্রয়শিবির খোলা হয়েছে। ওই সাতটি স্কুলে আমরা তাদের থাকার ব্যবস্থা করেছি। যারা এসব আশ্রয়কেন্দ্রে থাকবেন তাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার দেওয়া হবে।’

সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মনসুর, মোহাম্মদ সাব্বির রহমান সানি, সাবরিনা আফরিন মোস্তফা অভিযান পরিচালনা করেন।

আব্দুল্লাহ আল মনসুর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জালালাবাদ, আকবর শাহ ও খুলশী পাহাড়ে অভিযান চালিয়ে আমরা ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিয়েছি। তাদের অনেকে আত্মীয়-স্বজন, প্রতিবেশীর বাসায় আশ্রয় নিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা খুলশি মডেল স্কুলে অস্থায়ী আশ্রয়কেন্দ্র খুলেছি। কেউ কেউ স্কুলেও আশ্রয় নিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘স্কুলে আশ্রয় নেওয়ার সংখ্যা খুব কম। বেশিরভাগই নিজেদের আত্মীয়-স্বজনের বাসায় আশ্রয় নিয়েছে।’ অভিযানে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন বলে তিনি জানান।

সহকারী কমিশনার (ভূমি, বাকলিয়া সার্কেল) সাবরিনা আফরিন মোস্তফা বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশে আমরা সকাল ৯টায় উচ্ছেদ অভিযান শুরু করি। বিকাল ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে আমরা পোড়া কলোনির পাহাড়সহ আশপাশের এলাকা থেকে শতাধিক পরিবারকে সরিয়ে নিয়েছি।’

সাব্বির রহমান সানি বলেন, ‘অভিযান চালিয়ে আমরা ৪০টির মতো ঝুঁকিপূর্ণ বসতঘর ভেঙে দিয়েছি। শতাধিক পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। এখনও যারা আছেন তাদের সরে যেতে আমরা ওইসব এলাকায় মাইকিং করছি।’

/এএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!