X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চলে গেলেন বাসদ নেতা জাহিদুল হক মিলু

কুড়িগ্রাম প্রতিনিধি
১৩ জুন ২০১৮, ১৪:০৭আপডেট : ১৩ জুন ২০১৮, ১৪:৪৪

জাহিদুল হক মিলু

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদুল হক মিলু মারা গেছেন। বুধবার (১৩ জুন) দুপুর ১২টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাসদের কুড়িগ্রাম জেলা কমিটির সদস্য সচিব ফুলবর রহমান এ তথ্য জানিয়েছেন।

ফুলবর রহমান জানান, গত ১৩ মে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে কুড়িগ্রামে ভোট দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হন মিলু। পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার শারীরিক অবস্থার কোনও পরিবর্তন না হওয়ায় পরবর্তীতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়। সেখানে তিনি এক মাস নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন। সেখানে আজ দুপুর ১২টার দিকে লাইফ সাপোর্ট খুলে দিয়ে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবর রহমান আরও জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা বার কাউন্সিলের লাইব্রেরির সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার লাশ কুড়িগ্রাম শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হবে। এরপর জেলা শহরের পোস্ট অফিস পাড়ার ঐতিহাসিক লিচুতলায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। গ্রামের বাড়ি নাগেশ্বরীর ব্যাপারীপাড়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মা’র কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

জাহিদুল হক মিলু রাজনৈতিক জীবনে বাংলাদেশ কৃষক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন। তিনি রাজনীতি ও বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। কুড়িগ্রাম জেলা মটর শ্রমিক ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান উপদেষ্টা ছিলেন তিনি। আজীবন মেহনতি মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করতে গিয়ে তাকে বেশ কয়েকবার কারাবরণও করতে হয়েছে। তার মৃত্যুতে কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্রাহাম লিংকন গভীর শোক প্রকাশ করেছেন। 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!