X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ঈদের কথা ভাবার সুযোগ নেই রোহিঙ্গাদের!

টেকনাফ প্রতিনিধি
১৩ জুন ২০১৮, ১৫:৪২আপডেট : ১৩ জুন ২০১৮, ১৫:৪২

ঈদের কথা ভাবার সুযোগ নেই রোহিঙ্গাদের ‘টানা বৃষ্টিতে ভেঙে গেছে একমাত্র সম্বল ঝুপড়ি ঘর। এখন যেখানে রয়েছি সেখানে গত দুই দিন ধরে চুলায় আগুন জ্বালাতে পারিনি। ভালো পানির ব্যবস্থা নেই, বাথরুমেরও নেই সুব্যবস্থা। থাকা-খাওয়ার যেখানে এরকম অবস্থা সেখানে ঈদের কথা ভাবার সুযোগ নেই।’ কথাগুলো বলছিলেন টেকনাফের লেদা মৌচনি রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারী দিলদার বেগম। আট মাস আগে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর গুলিতে স্বামীকে হারানোর পরে আট সন্তান নিয়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসে এই শিবিরে আশ্রয় নেন তিনি।

ঈদ দরজায় কড়া নাড়লেও মুসলমানদের প্রধান ধর্মীয় এই উৎসবের কোনও আয়োজন নেই কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা শিবিরগুলোতে। থাকা-খাওয়ায় অসুবিধা ও পর্যাপ্ত পরিমাণ ত্রাণের অভাবে এই উৎসবের রং সেখানে অনেকটাই বিবর্ণ। সরেজমিনে ঘুরে ও রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে এমন তথ্যই পাওয়া গেছে।
বুধবার (১৩ জুন) সকালে টেকনাফের লেদা মৌচনি রোহিঙ্গা শিবিরে দিলদার বেগমের সঙ্গে ঈদের প্রস্তুতি নিয়ে কথা হলে তিনি আরও বলেন, ‘টাকার অভাবে ঈদে ছোট ছেলেটিকে জামা কিনে দিতে পারবো না। ঠিকমতো খেতেও দিতে পারবো না। এই অবস্থায় ঈদের দিন আর সাধারণ দিনের পার্থক্য করা যাবে না।’ ঈদের কথা ভাবার সুযোগ নেই রোহিঙ্গাদের
উখিয়া মধুরছড়া রোহিঙ্গা শিবিরে এক অংশ বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। সেখানে ঘরে ভেতরে পানি থই থই করছে। ওইসময় জাহানার বেগম নামে এক রোহিঙ্গা নারীর সঙ্গে কথা হলে তিনি গত বছর মিয়ানমারে থাকাকালীন ঈদের কথা স্মরণ করে বলেন, ‘মিয়ানমারে কাঠের দোতলা বাড়িতে স্বামী নুর আলমের সঙ্গে গত বছর ঈদ উদযাপন করেছিলাম। ১০ কেজি গরুর মাংস রান্না করেছিলাম। আত্মীয়-স্বজনদের আপ্যায়ন করেছিলাম চালের গুড়া দিয়ে তৈরি রুটি ও গরুর মাংস দিয়ে। নতুন জামা পরে সেদিন সন্তানদের নিয়ে রিকশায় মংডু শহরে ঘুরেছিলাম। কিন্তু সেসব এখন শুধুই স্মৃতি। এবার ছেলেদের নতুন জামা দেওয়া দূরের কথা, ঠিকমতো খাবার দেওয়া নিয়ে চিন্তায় আছি। তার ওপর গত চারদিন ধরে বৃষ্টি হচ্ছে। এখন ভূমি ধসের আশঙ্কায় প্রাণের ভয় নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছি।’
টেকনাফের মৌচনী তুলা বাগানের মাঝি দিল মোহাম্মদ বলেন, ‘এই নতুন রোহিঙ্গা শিবিরে প্রায় চার শতাধিক ঘরে ২০ হাজার মানুষ রয়েছে। এসব মানুষের জন্য নেই কোনও ভালো খবার পানি, নেই কোনও টয়লেট। মাঝেমধ্যে ত্রাণ পাই আবার কখনও পাই না। আর মাত্র কয়েকদিন পর ঈদ। শিবিরের ছোট বাচ্চারা নতুন জামার জন্য কান্না করছে। এই বৃষ্টিতে এতোগুলো মানুষ এখন খাবার ও থাকার নিয়ে চিন্তিত রয়েছে। ফলে এবার রোহিঙ্গারা কষ্টের ঈদ কাটাবেন।’
ঈদের কথা ভাবার সুযোগ নেই রোহিঙ্গাদের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ঈদ উপলক্ষে সরকারের পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য একটি বরাদ্দ আসার কথা, তবে এখনও পৌঁছায়নি।’
জানতে চাইলে কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, ‘ঈদ উপলক্ষে রোহিঙ্গাদের জন্য সরকারি বরাদ্দ এখন পর্যন্ত আসেনি। তবে বিভিন্ন এনজিওর পক্ষ থেকে তাদের জন্য ঈদ উপলক্ষে বিশেষ বরাদ্দ রয়েছে। সেগুলো তাদের কাছে বিতরণ করার কথা রয়েছে।’
প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর নির্যাতনের ফলে গত ২৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। উখিয়া ও টেকনাফের ৩০টি শিবিরে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা অবস্থান করছে।
বহিরাগমন বিভাগ ও পাসপোর্ট অধিদফতর সূত্র জানায়, এ পর্যন্ত ১১ লাখ ১৭ হাজার রোহিঙ্গার নিবন্ধন শেষ হয়েছে। তবে বর্তমানে রোহিঙ্গা নিবন্ধন বন্ধ রয়েছে।

/এআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া