X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘অপরাধ করে কোনও পুলিশ সদস্য মাফ পাবেন না’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ জুন ২০১৮, ১৭:৪৬আপডেট : ১৩ জুন ২০১৮, ১৮:১৪

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে মাহবুবুর রহমান

অপরাধ করে কোনও পুলিশ সদস্য মাফ পাবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নবনিযুক্ত কমিশনার মাহবুবুর রহমান। তিনি বলেছেন, ‘অপরাধ শুধু অপরাধীরা করে না; অপরাধ নিয়ন্ত্রণের দায়িত্বে যারা থাকে, তাদেরও কেউ কেউ অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। কিন্তু আমার কমিটমেন্ট হচ্ছে, যারা অপরাধীদের সঙ্গে যোগাযোগ রাখে, তাদের (অপরাধীদের) সঙ্গে সখ্য গড়ে তোলে, আমি তাদের পুলিশ হিসেবে গণ্য করবো না। যেকোনও পর্যায়ের অপরাধই হোক; আমরা অভিযুক্ত পুলিশ সদস্যকে ক্রিমিনাল হিসেবে দেখবো এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবো।’

বুধবার (১৩ জুন) নগরীর দামপাড়াস্থ সিএমপি পুলিশ লাইনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের সঙ্গে নবনিযুক্ত কমিশনারের মতবিনিময় উপলক্ষে এ সভার আয়োজন করে সিএমপি।

সভায় মাহবুবুর রহমান বলেন, ‘যদি মাদক সংশ্লিষ্ট কোনও অপরাধের সঙ্গে পুলিশ সদস্য জড়িয়ে পড়েন, তাহলে তার ন্যূনতম শাস্তি হচ্ছে বরখাস্ত। কোনও পুলিশ সদস্য মাদকের সঙ্গে জড়ালে প্রথমে তাকে ডিপার্টমেন্ট থেকে বরখাস্ত করা হবে। এরপর তার বিরুদ্ধে অন্যান্য প্রক্রিয়া অনুসরণ করে শাস্তি আরোপ করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমার আমলে কোনও পুলিশ সদস্য যদি মাদক ব্যবসার সঙ্গে সামান্যতমও জড়ায় এবং আমি এ ধরনের কোনও খবর পাই, অবশ্যই আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। আমার আমলে অপরাধ করে কোনও পুলিশ সদস্য ছাড় পাবে না। তদন্ত করে আমরা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’

এ সময় মাদক ও জঙ্গি নিয়ন্ত্রণকে প্রাধান্য দিয়ে নগরীর আইনশৃঙ্খলা আরও উন্নত করার ঘোষণা দেন তিনি। সিএমপি কমিশনার বলেন, ‘সরকারের কাজের সঙ্গে এক হয়ে আমরা মাদক নিয়ন্ত্রণ ও জঙ্গিবাদ দমনে কাজ করবো। আমি জঙ্গিবাদ ও মাদককে অগ্রাধিকার দিয়ে এগুলো নির্মূলে কাজ করবো। পাশাপাশি নগরীর বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে চট্টগ্রামকে একটি বাসযোগ্য নিরাপদ নগরীতে পরিণত করবো।’

ঈদে বাড়ি ফেরা মানুষের হয়রানি রোধে নগরীর দুটি বাসস্ট্যান্ড ও রেলস্টেশনে অস্থায়ী নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ঈদে বাড়ি ফেরা মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। নগরীর দুটি বাসস্ট্যান্ড ও রেলস্টেশনে অস্থায়ী নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। ঈদকে আনন্দঘন করতে নগরীতে প্রায় চার হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে। আশা করছি নগরবাসী একটি নির্বিঘ্ন পরিবেশে ঈদ উদযাপন করতে পারবেন।’

মতবিনিময় সভায় সিএমপির অতিক্তি কমিশনার (প্রশাসন) মাসুদ-উল-হাসান, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ানসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া