X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সাহায্য চাইতে গিয়ে বাসায় চুরি, আটক ৭

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ জুন ২০১৮, ২১:২৮আপডেট : ১৩ জুন ২০১৮, ২১:৩২

 

আটক সাতজন অসহায় সেজে সাহায্য চাইতে গিয়ে বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় সাত যুবককে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। বুধবার (১৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে কোতোয়ালী থানার হাজারী লেইন মসজিদ গলির একটি ভবনের ছয় তলা থেকে তাদের আটক করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আসিফ মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, ওই ভবনের একটি ফ্ল্যাটে চুরি করে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। আটক সাত জনের কাছ থেকে চুরি করা সাতটি মোবাইল সেটও উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন- মো. মোবারক হোসেন (২৩), মো. আবু বক্কর (১৯), মো. আরাফাত (১৯) রবিউল আলম (১৮), মো. শাহ আলম (২৬), মোহাম্মদ হোসেন (২৫) ও মোহাম্মদ ইউসুফ (৩৫)।

আসিফ মহিউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আটকরা দুই ধরনের কাজ করে থাকে। একদল মোবাইল চুরি করে, আরেক দল বিভিন্ন বাস কাউন্টার থেকে যাত্রীদের লাগেজ চুরি করে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে হাজারী গলির একটি ভবনে চুরি করে পালানোর সময় আমরা তাদের চারজনকে আটক করি। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অন্যদের আটক করা হয়। তাদের নামে থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে তাদের একটি গ্রুপ দিনের বেলা তারা বিভিন্ন বাসা এপার্টমেন্টে সাহায্য চাইতে যায়। নক করার পর দরজা খুললে নিজেদের অসহায় অবস্থা বর্ণনা করে টাকা-পয়সা সাহায্য চেয়ে থাকে। এভাবে যদি কোনও ফ্ল্যাটের সদর দরজা খোলা পেয়ে যায়, তাহলে মোবাইল ও অন্যান্য দামি আসবাব চুরি করে দ্রুত ওই এলাকা থেকে সটকে পড়ে। অন্য গ্রুপ বাস কাউন্টারে ওঁৎ পেতে থাকে। সেখানে  কোনও যাত্রী একটু অমনোযোগী হলেই তার ব্যাগ লাগেজ নিয়ে লাপাত্তা হয়ে যায়।’

আসিফ মহিউদ্দিন বলেন,  ‘জিজ্ঞাসাবাদে গত কয়েকদিনে একে খান বাস কাউন্টার থেকে বেশ কয়েকজন যাত্রীর লাগেজ তারা চুরি করে বলে স্বীকার করেছে।’

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!