X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শাহজাহান বাচ্চু হত্যার সূত্র ৩ দিনেও পায়নি পুলিশ

তানজিল হাসান, মুন্সীগঞ্জ
১৩ জুন ২০১৮, ২২:০১আপডেট : ১৪ জুন ২০১৮, ১১:৩৩

শাহজাহান বাচ্চু (ফাইল ছবি)

লেখক-প্রকাশক শাহজাহান বাচ্চু হত্যাকাণ্ডের সূত্র (ক্লু) তিন দিনেও পায়নি পুলিশ। পুলিশের ভাষ্য, বাচ্চু হত্যাকাণ্ডে কারা জড়িত, তাদের মোটিফ কী –এসব তদন্ত করে দেখা হচ্ছে। জঙ্গি সংশ্লিষ্টতা ছাড়াও আরও বেশ কিছু বিষয়কে প্রাধান্য দিয়ে তারা তদন্ত এগিয়ে নিচ্ছে।

গত সোমবার (১১ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখানের পূর্ব কাকালদী গ্রামে দুর্বৃত্তের গুলিতে নিহত হন শাহজাহান বাচ্চু (৬০)। দু’টি মোটরসাইকেলে এসে তাকে গুলি করার পর আবার মোটরসাইকেলে চড়ে দ্রুত পালিয়ে যায় হত্যাকারীরা। শাহজাহান বাচ্চু একটি প্রকাশনা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ‘আমাদের বিক্রমপুর’ নামে একটি অনিয়মিত সাপ্তাহিক পত্রিকারও তিনি ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। এ ছাড়া, মুক্তচিক্তার লেখক বাচ্চু বিভিন্ন ব্লগ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি করতেন।

শাহজাহান বাচ্চু হত্যাকাণ্ডে তদন্তের অগ্রগতির ব্যাপারে প্রশ্ন করলে সিরাজদিখান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হত্যাকাণ্ডে কারা জড়িত তা এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি। ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। একইসঙ্গে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।’

এ ব্যাপারে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. জায়েদুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কারা ও কোন উদ্দেশে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তার কোনও ক্লু পাওয়া যায়নি এখনও। তবে জঙ্গি সংশ্লিষ্টতার পাশাপাশি আরও কিছু বিষয়কে প্রাধান্য দিয়ে তদন্ত করছি আমরা। একটি হত্যাকাণ্ড ঘটলে শুধু একটি বিষয় নিয়েই পুলিশ কাজ করে না। সকল বিষয়কে সামনে রেখে তাদের কাজ করতে হয়।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়