X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

চাপ নেই পাটুরিয়া ফেরিঘাটে

মানিকগঞ্জ প্রতিনিধি
১৪ জুন ২০১৮, ১৪:৪৯আপডেট : ১৪ জুন ২০১৮, ১৫:৪৬

পাটুরিয়া ঘাটমুখী যাত্রীবাহী পরিবহনের সারি অন্যান্য বছরের মতো এবার যানবাহন আর যাত্রীদের তেমন উপচেপড়া ভিড় নেই পাটুরিয়া ফেরিঘাট এলাকায়। বৃহস্পতিবার (১৪ জুন) দুপুর পর্যন্ত ঘাট এলাকায় ফেরি পারের অপেক্ষায় রয়েছে ৮০টির মতো দূরপাল্লার বাস এবং একশটির মতো প্রাইভেটকার। পুলিশ ও ঘাট প্রশাসন এবার মহাসড়ক থেকে শুরু করে ঘাট পর্যন্ত সতর্কভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করায় পরিস্থিতি স্বস্তিদায়ক আছে।  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এর ডেপুটি জেনারেল ম্যানেজার আজমল হোসেন ও জেলা ট্রাফিকের ইন্সপেক্টর (টিআই) রাসেল এই তথ্য নিশ্চিত করেছেন। পাটুরিয়া ঘাটমুখী ব্যক্তিগত যানবাহনের সারি

দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে ২১ জেলার প্রবেশদ্বার পাটুরিয়া ফেরি ঘাট দিয়ে গত কয়েকদিন ধরেই বাড়ি ফিরছেন মানুষ। তবে এখন পর্যন্ত ফেরিঘাটে অস্বাভাবিক যানজট বা হয়রানির খবর পাওয়া যায়নি। প্রশাসনের ব্যাপক প্রস্তুতির কারণে বৃহস্পতিবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত ঘাটে পার হতে আসা যানবাহনগুলো বিনা হয়রানিতে ফেরিতে উঠে ঘাট পার হতে পারছে। এদিকে ঢাকা-আরিচা মহাসড়কেও যানবাহন অপেক্ষাকৃত চাপ কম লক্ষ্য করা গেছে।  

একমাত্র যাত্রীবাহী দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলো ঢাকা-আরিচা সড়কের উথলী হয়ে সরাসরি ফেরি ঘাটে যেতে পারছে। আর প্রাইভেটকারগুলো পাটুরিয়া ঘাটের ৭ কিলোমিটার দূরে টেপড়া এলাকা নালী হয়ে বিকল্প রুট ব্যবহার করে ঘাট এলাকায় হচ্ছে। যে কারণে ঘাটের অভ্যন্তরে কোনও ধরনের যানজট কিংবা যানবাহনগুলোকে এলোমেলো দেখা যায়নি।পুলিশের ব্যাপক উপস্থিতির কারণে কোনও যানবাহন সিরিয়াল অমান্য করতে সাহস পাচ্ছে না।প্রতিটি বাস স্টেশন ও বিভিন্ন মোড়ে রয়েছে পুলিশি কড়া নজর। পাটুরিয়া ঘাট

বিআইডব্লিউটিসি’র ডেপুটি জেনারেল ম্যানেজার আজমল হোসেন জানান, যানবাহনের চাপ থাকলেও তাদের বহরের ২০টি ফেরি বিরামহীনভাবে যানবাহন পারাপার অব্যাহত রাখায় ঘাট এলাকায় কোনও দুর্ভোগ পোহাতে হচ্ছে না।

আরও পড়ুন- যানবাহনের চাপ নেই ঢাকা-মাওয়া, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও শিমুলিয়া ঘাটে

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৭ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৭ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির পূর্বাভাস
আধুনিক ব্যবস্থাপনা নিয়ে আজ থেকে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
আধুনিক ব্যবস্থাপনা নিয়ে আজ থেকে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
আমার কোনও অনুশোচনা নেই: গার্দিওলা
আমার কোনও অনুশোচনা নেই: গার্দিওলা
আত্মরক্ষার সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব: নেতানিয়াহু
আত্মরক্ষার সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব: নেতানিয়াহু
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫