X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় পিকআপের ধাক্কায় রিকশা আরোহী দুই নারী নিহত

কুমিল্লা প্রতিনিধি
১৪ জুন ২০১৮, ১৯:০২আপডেট : ১৪ জুন ২০১৮, ১৯:৪৯

মহাসড়ক অবরোধ (ছবি- প্রতিনিধি)

কুমিল্লার চান্দিনায় পিকআপের ধাক্কায় রিকশা আরোহী দুই নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ জুন) দুপুরে চান্দিনার পালকি সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন এ খবর নিশ্চিত করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, দুর্ঘটনার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আবুল হোসেন (৩৮) ও কাউসার হোসেন (২২) নামে দুই অবরোধকারীকে আটকও করা হয়।

নিহত দুই নারী হলেন মাজেদা বেগম (৬২) ও জান্নাতুল (২৬)। তারা চান্দিনা উপজেলার বেলাশহর গ্রামের বাসিন্দা। আহত তিনজন হলেন পিকআপচালক, রিকশাচালক ও অতিন চন্দ্র দাস নামে এক ব্যক্তি। দেবিদ্বার উপজেলার আসাদনগর গ্রামের বিধান চন্দ্র দাসের ছেলে অতিন চন্দ্র দাসের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুরে চান্দিনার পালকি সিনেমা হলের সামনে একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় একটি পিকআপ। এতে ঘটনাস্থলেই রিকশা-আরোহী এক নারী যাত্রী নিহত ও একজন গুরুতর আহন হন। এ সময় রিকশা ও পিকআপের চালকসহ আরও এক ব্যক্তি আহত হন।

সূত্র আরও জানায়, আহত নারী যাত্রীকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। অন্য তিন আহত ব্যক্তির মধ্যে অতিন চন্দ্র দাসের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সুপার সুপার মো. শাহ্ আবিদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। মহাসড়ক অবরোধ করা হয়েছিল। এখন স্বাভাবিক আছে।

 

/এমএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া