X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাসিক নির্বাচন: জামায়াত চায় মেয়র প্রার্থিতা, বিএনপির না

দুলাল আবদুল্লাহ, রাজশাহী
১৬ জুন ২০১৮, ১২:০০আপডেট : ১৬ জুন ২০১৮, ১৫:৩৫

মেয়র পদে জামায়াতের সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ মো. সিদ্দিক হোসেনের ঈদ শুভেচ্ছা আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন। ১৩ জুন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এর আগের দিন (১২ জুন) রাতে ঈদের শুভেচ্ছা জানিয়ে রাজশাহী নাগরিক পরিষদের ব্যানারে নগর জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ মো. সিদ্দিক হোসেনের পক্ষে পোস্টার টাঙানো হয়। সেই তুলনায় জোটের আরেক দল বিএনপির বর্তমান মেয়র ও দলটির সম্ভাব্য প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের প্রচারণায় তেমন একটা পোস্টার-ফেস্টুন দেখা যায়নি। নির্বাচনি তৎপরতায় নিষ্ক্রিয়তায় কারণে বিএনপি এবার রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে জামায়াত প্রার্থীকে ছাড় দিচ্ছে কিনা, তা নিয়ে চলছে গুঞ্জন। জামায়াতের বক্তব্য—জোটের শরিক হিসেবে রাজশাহী সিটির নির্বাচনে তারা মেয়র প্রার্থী দিতে চায়। বিএনপির দাবি, রাজশাহীতে বিএনপির এমন খারাপ অবস্থা নয় যে, অন্য দলের প্রার্থীকে ছাড় দিতে হবে। তারা বরং অভিযোগ করেছেন, প্রচারণার জন্য মাঠে নামতে গেলে পুলিশি বাধার মুখে পড়তে হয় তাদের। মেয়র প্রার্থিতা নিয়ে দলের ভেতর কোনও কোন্দল থাকার কথাও অস্বীকার করেছেন বিএনপির নেতারা।

বিএনপির দলীয় একটি সূত্র জানিয়েছে, অভ্যন্তরীণ কোন্দল এবং জামায়াতের অনড় অবস্থানের কারণে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে এবার প্রার্থী হওয়ার বিষয়ে নিশ্চিত নন বর্তমান মেয়র বুলবুল। ২০ দলীয় জোটের বড় শরিক দল হিসেবে রাজশাহী সিটির মেয়রের পদটি চাইছে জামায়াত। দলটির পক্ষ থেকে বলা— সবগুলো সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে গেলেও রাজশাহীতে তারা কোনও অবস্থাতেই সরে দাঁড়াবে না। ২০ দলীয় জোটের শরিকদের মধ্যে নিজেদের অবস্থানকে ‘ভালো’ বলে দাবি করেছে জামায়াত।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ২০ দলীয় জোটের পক্ষে থেকে জামায়াতকে ছাড় দেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে মহানগর জামায়াতের নায়েবে আমির আবু ইউসুফ সেলিম বলেন, ‘শুরু থেকেই আমরা একটিমাত্র সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদ চেয়ে আসছি। এর মধ্যে আমাদের প্রথম পছন্দ রাজশাহী,আর দ্বিতীয় সিলেট। তবে বিএনপি আমাদের ছাড় দেবে কিনা, তা শুধু কেন্দ্রই বলতে পারবে। সে বিষয়ে আমাদের কিছু জানা নেই।’ শেষ পর্যন্ত জামায়াত নির্বাচনে অংশ নেবে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত নন এখানকার নেতারা। মহানগর জামায়াতের নায়েবে আমির আবু ইউসুফ সেলিম বলেন, ‘আমরা একজন প্রার্থীর নাম ঘোষণা করেছি। তবে সিটি নির্বাচনে অংশ নেবো কিনা, তা কেন্দ্রের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। কেন্দ্র যেভাবে বলবে, নির্বাচনে সেভাবেই পদক্ষেপ নেওয়া হবে।’

রোজা উপলক্ষে নগরবাসীকে বর্তমান মেয়র ও বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলের শুভেচ্ছা রাজশাহী সিটি নির্বাচনে জামায়াতকে ছাড় দিতে পারে বিএনপি, এমন গুঞ্জনের বিষয়ে রাসিকের বর্তমান মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বলেন, ‘রাজশাহীতে বিএনপির এমন অবস্থান হয়নি যে, অন্য কোনও দলের জন্য মেয়র পদ ছেড়ে দিতে হবে। রাজশাহী এখনও বিএনপির ঘাঁটি। নির্বাচনে গেলে বিএনপি কখনও রাজশাহীর বিষয়ে কাউকে ছাড় দেবে না। রাজশাহীতে এককভাবে নির্বাচন করার সামর্থ্য ও জনপ্রিয়তা বিএনপির রয়েছে।’ নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে বুলবুলের মন্তব্য— ‘খুলনায় যেভাবে ভোট ডাকাতি হলো, তাতে নির্বাচনে অংশগ্রহণ করে লাভ কী? তাই আগামী সিটি নির্বাচনে আমরা অংশ নেবো কিনা, তা এখনও নিশ্চিত নয়। তারপরেও, কেন্দ্রীয় কমিটি আছে। কেন্দ্রীয় কমিটি যে সিদ্ধান্ত দেবে, সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নেবো।’ দলে কোনও কোন্দল না থাকার দাবি করে বুলবুল বলেন, ‘আমাদের তো মাঠে নামতেই দেওয়া হচ্ছে না। আমার ব্যানার, পোস্টারগুলোও ছিড়ে ফেলা হচ্ছে। প্রচার-প্রচারণা চালাতে গেলেও পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে। তাহলে আমরা কীভাবে নির্বাচনে অংশ নেবো?’

মেয়র বুলবুলের মতো মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনও দলে কোনও কোন্দল থাকার কথা অস্বীকার করেন। তার ভাষ্য— ‘এই মুহূর্তে আমাদের মধ্যে কোনও কোন্দল নেই। যারা বলছে, তা তাদের নিজস্ব মতামত। বিএনপি এখন সংগঠিত দল। কিন্তু নির্বাচনে আমাদেরকে মাঠে নামতে দেওয়া হচ্ছে না। এ কারণে আমরা কোনও প্রচার-প্রচারণা চালাতে পারছি না।’

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘পদ নিয়ে মতবিরোধ থাকবেই। তবে এখন কোনও কোন্দল আছে বলে মনে করি না। আওয়ামী লীগে বড় কোন্দল আছে। আর আমাদের প্রার্থী বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। তবে গাজীপুরের নির্বাচন দেখে আমরা সিদ্ধান্ত নেবো।’ তিনি আরও বলেন, ‘বিএনপি দেশের বড় রাজনৈতিক দল। রাজশাহীতে বিএনপির শক্ত অবস্থান আছে। নির্বাচন এবং আন্দোলন, দুটির যে কোনোটি করার জন্যই আমরা সবসময় প্রস্তুত। তবে কেন্দ্রীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করবে, আমরা এ নির্বাচনে অংশ নেবো কিনা।’


/এএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি