X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে বিনোদন ও পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড়

পঞ্চগড় প্রতিনিধি
১৮ জুন ২০১৮, ১০:৫৮আপডেট : ১৮ জুন ২০১৮, ১১:০৮

বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড় পঞ্চগড়ের পাঁচ উপজেলার বিনোদন ও পর্যটন কেন্দ্র এবং ঐতিহ্যবাহী স্থাপনাগুলোয় বিভিন্ন বয়সী মানুষের ভিড় বাড়ছে। ঈদের ছুটিতে অলস সময় না কাটিয়ে অনেকেই পরিবার নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াচ্ছেন। 

দর্শনার্থীদের ভিড়ে মুখরিত পঞ্চগড়ের ডিসি পার্ক, তালমা রাবার-ড্যাম এলাকায় হিমালয় বিনোদন স্পট, রকস মিউজিয়াম, করতোয়া নদীর পাড়, বিজিবি ক্যান্টিন, বাইপাস মহাসড়ক, বদেশ্বরী মন্দির, মির্জাপুর শাহী মসজিদ, বার আউলিয়ার মাজার, বাংলাবান্ধা জিরো পয়েন্ট-ইমিগ্রেশন চেকপোস্ট, ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী মহানন্দা নদীর পাড়, তেঁতুলিয়া ডাকবাংলো, পিকনিক কর্নার, কাজী অ্যান্ড কাজী টি এস্টেট, আনন্দ ধারা, আনন্দ গ্রাম, শিশু পার্ক, মুক্তাঞ্চল তেঁতুলিয়ার স্মৃতিসৌধ, ভিতরগড়ের পৃথু রাজার মহারাজার দিঘী, ভীমের জঙ্গল, বাংলার শ্রেষ্ঠ সুলতান হোসেন শাহের হোসেন দিঘীর গড়, মোগল সেনাপতি মীর জুমলার মীরগড়, ইখতিয়ার উদ্দীন মোহাম্মদ বখতিয়ার খিলজির রাজনগড়।

বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড় হিমালয় পার্কে বেড়াতে এসেছেন মোরশেদুল হাসান। তিনি বলেন, ‘গ্রামে ঈদ করতে এসে খোলামেলা পরিবেশ পেয়ে পরিবারের সবাইকে নিয়ে পার্কে ঘুরতে এসেছি। এখানে এসে ভালোই লাগছে। শিশুদের বেশ কিছু রাইড আছে যেখানে তারা আনন্দ উপভোগ করতে পারে।’

অষ্টম শ্রেণির ছাত্র নিয়াজ আল শাহরিয়ার বলে, ‘শহরের বিভিন্ন স্পটে ঘুরতে বের হয়েছি বন্ধুরা মিলে। ঈদে বন্ধুদের সঙ্গে ঘুরতে ভালোই লাগে।’

বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড়

ঢাকা থেকে আসা ঈদের দাদা বাড়িতে এসেছে সিনথিয়া মেহনাজ। সে জানায়,  অনেক দিন পর তেঁতুলিয়ার প্রাকৃতিক পরিবেশে ঘুরলাম। তেঁতুলিয়া বেড়ানোর জন্য খুব ভালো জায়গা।

মাজেদুল ইসলাম আকাশ নামে আরেক দর্শনার্থী জানান, বোদা শহরে তেমন বিনোদনের স্থান নেই। তবে ঈদের সময় বাইপাস মহাসড়কে মানুষের ঢল নামে। 

বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড়

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সানিউল ফেরদৌস জানান, সরকারের ইনোভেশন কর্মসূচি ও পর্যটকদের কথা মাথায় রেখে তেঁতুলিয়াকে সাজানোর চেষ্টা করা হচ্ছে। পিকনিক কর্নারসহ বিভিন্ন এলাকায় পর্যটকদের বসার, শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থা ও সৌন্দর্য্য বর্ধনে বেশ কিছু কাজ করা হয়েছে। ভবিষ্যতে আরও কিছু কাজ করার চিন্তা-ভাবনা রয়েছে।

তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীন জানান, শুধু ঈদ নয়, বছরের সব সময়ই এখানে পর্যটকরা ঘুরতে আসেন। তবে ঈদের সময় স্থানীয়রাও এখানে সময় কাটান। 

 

 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!