X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জিসিসি নির্বাচন: আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
১৮ জুন ২০১৮, ১৫:২৫আপডেট : ১৮ জুন ২০১৮, ১৫:২৫

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রাচারণা সোমবার থেকে শুরু হয়েছে। ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছে। নির্বাচনী প্রচারণার ওপর কয়েক দিনের নিষেধাজ্ঞা থাকার পর আজ থেকে প্রচারণা শুরু হওয়ায় প্রার্থী সমর্থকরা পূর্ণ প্রস্তুতি নিয়ে নির্বাচনী মাঠে নেমেছে। আবার যেন গাজীপুরের নির্বাচনী এলাকায় উৎসবের আমেজ ফিরে এসেছে।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার এবং কাউন্সিলররা সকাল থেকে প্রচারণা শুরু করেছেন।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান বলেন, ‘দলের সভানেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীরা একজোট হয়ে নৌকার পক্ষে মাঠে নেমেছে। আমদের একটাই কথা প্রার্থীকে তা দেখার সময় নাই, দলীয় প্রতীক নৌকাকে বিজয়ী করতে হবে।’ 

সাংসদ জাহিদ আহসান রাসেল বলেন,‘আপনাদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ ও কাজই প্রমাণ করেছে এরইমধ্যে নৌকা অনেক এগিয়ে আছে। আগামী কয়েক দিনও সেই ধারা অব্যাহত রাখেন। ঘরে বসে না থেকে নিজ নিজ এলাকার ভোটারদের ঘরে ঘরে গিয়ে নৌকার পক্ষে ভোট চান। ’ 

মেয়র প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘আর কয়টা দিন আপনারা নৌকার পক্ষে কাজ করুন। নৌকা বঙ্গবন্ধুর মার্কা, জননেত্রী শেখ হাসিনার মার্কা। আপনার আমার সকলের মার্কা নৌকা। তাই ঈদের আমেজে ঘরে বসে না থেকে আগামীকাল সোমবার থেকে কোমড় বেঁধে মাঠে নেমে নৌকাকে বিজয়ী কারার জন্য কাজ করুন। ’

 আওয়ামী লীগের মেয়র প্রার্থীর মিডিয়া সেলের মো. আলম জানান, ‘জাহাঙ্গীর আলম সোমবার সকালে বাসা থেকে বের হয়ে দিনব্যাপী গাছা সাংগঠনিক থানা এলাকায় গণসংযোগ ও পথ সভায় বক্তব্য দেবেন।’

বিএনপি মনোনীত মেয়র প্রার্থী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারের নির্বাচন সমন্বয়কারী ডা. মাজহারুল ইসলাম জানান, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী যেসব নেতাকর্মীদের নামে মামলা-হামলার অভিযোগ নেই তাদেরকে নির্বাচনী এজেন্ট করা হবে। কেন্দ্র থেকে দলের নীতি নির্ধারনী পর্যায়ের নেতাকর্মীরা তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগযোগ রক্ষা করছেন। কেন্দ্র থেকে নির্বাচনী প্রচারণার পুরো বিষয়টি মনিটরিং করা হবে।

গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল জানান, খুলনা ও গাজীপুরের অবস্থা এক নয়। গাজীপুরে খুলনার মতো করতে চাইলে গাজীপুরের জনগণ তা প্রতিহত করবে। চোখ কান খোলা রেখে নেতাকর্মীদের অত্যন্ত সতর্কতার সহিত নির্বাচনী প্রচারণার কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনী প্রচারণায় কোনও ধরণের অনিয়ম ও বিশৃঙ্ক্ষলার আভাস পেলে তা সঙ্গে সঙ্গে কেন্দ্রকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন,‘বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার সকালে কাশিমপুর এলাকার নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। পরে তিনি কাউলতিয়া এলাকায় নির্বাচনী গণসংযোগ রয়েছেন। ’

 উল্লেখ্য, গত ১৫ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। নির্বাচনের কয়েকদিন আগে সীমানা সংক্রান্ত জটিলতায় উচ্চ আদালতে রিট হলে মাননীয় আদালত নির্বাচন স্থগিতের নির্দেশ দেয়।

পরে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী এবং নির্বাচন কমিশন এ রায়ের বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগ নির্বাচনের স্থগিতাদেশ তুলে দেন। নির্বাচন কমিশন আগামী ২৬ জুন নির্বাচনের ভোট গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করে।

গাজীপুর সিটিতে মোট মেয়র প্রার্থী ৭ জন। ৫৭টি সাধারণ ওয়ার্ডে সাধারণ আসনে কাউন্সিলর প্রার্থী ২৫৬জন ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে নারী প্রার্থীর সংখ্যা ৮৪ জন। মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ জন এবং নারী ভোটার ৫ লাখ ৬৭ হাজার ৮০১জন।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা