X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সিলেটের ২৭টি ওয়ার্ডেই কাউন্সিলর প্রার্থী দেবে আওয়ামী লীগ

সিলেট প্রতিনিধি
১৮ জুন ২০১৮, ১৭:১৫আপডেট : ১৮ জুন ২০১৮, ১৭:১৫

সিলেট

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মহানগরীর ২৭টি ওয়ার্ডের কাউন্সিলর ও ৯টি ওয়ার্ডের মহিলা কাউন্সিলরকে মনোনয়ন দিবে আওয়ামী লীগ। সেই সঙ্গে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে দলের নেতাকর্মীদের মাঠে থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (১৮ জুন) দুপুরে সিটি নির্বাচনকে সামনে রেখে মহানগর আওয়ামী লীগ এক বর্ধিত সভার আয়োজন করে। এতে ২৭টি ওয়ার্ডের কাউন্সিলর ও ৯টি ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী উপস্থিত ছিলেন। মঙ্গলবার (১৯ জুন) প্রার্থীদের মহানগরের সাধারণ সম্পাদকের কাছে মনোয়ন চেয়ে আবেদন করতে বলা হয়েছে। যাচাই-বাছাই শেষে এগুলো কেন্দ্রীয় দফতরে পাঠানো হবে। 

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন,‘সিলেট মহানগরীর ২৭টি ওয়ার্ডের পুরুষ কাউন্সিলর ও ৯টি ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মত বিনিময় ও বর্ধিত সভা হয়। এতে দলের প্রার্থীদের মনোয়ন চেয়ে আবেদন করতে বলা হয়েছে। এসব আবেদন যাচাই-বাছাই শেষে কেন্দ্রীয় দফতরে পাঠানো হবে। 

দলের মনোয়ন না পেলে কেউ নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে কিনা এ বিষয়ে তিনি বলেন,‘দল থেকে যে প্রার্থীকে মনোয়ন দেওয়া হবে সেই প্রার্থীর বিজয় নিশ্চিত করার জন্য দলের তৃণমূলের নেতাকর্মীরা কাজ করবে। এর বাইরে কেউ প্রার্থী হলে এটা তার একক সিদ্ধান্ত।’

সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল বলেন,‘বর্ধিত সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে মনোয়ন চেয়ে আবেদন করার জন্য প্রার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে। পরে এগুলো কেন্দ্রীয় দফতরে পাঠানো হবে। সিলেটের স্থানীয় নেতাদের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় নেতারা সিদ্ধান্ত নিবেন। এছাড়াও দলের বিজয় নিশ্চিত করার জন্য তৃণমূলের নেতাকর্মীদের বলিষ্ট ভূমিকা রাখার জন্য আহ্বান করা হয়েছে। 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি