X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

আমের আপ্যায়নে প্রস্তুত খাগড়াছড়ি, পর্যটকদের জন্য হোটেলগুলোতে বিশেষ ছাড়

জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি
১৯ জুন ২০১৮, ০৭:৫০আপডেট : ১৯ জুন ২০১৮, ০৮:০১

আমের আপ্যায়নে প্রস্তুত খাগড়াছড়ি, পর্যটকদের জন্য হোটেলগুলোতে বিশেষ ছাড় যে কোনও সরকারি ছুটিতেই খাগড়াছড়ি হয়ে সাজেকে ভিড় করেন ভ্রমণপিপাসু মানুষেরা। অনেকে অবস্থান করেন খাগড়াছড়ি শহরেই। বর্ষা হলে কিছুটা কমে আসে পর্যটকের উপস্থিতি। কিন্তু যারা পাহাড়ে ঘুরতে অভ্যস্ত-অভিজ্ঞ; তারা জানেন প্রকৃতির রুপ ফুটে উঠে বর্ষণমুখর সময়েই। এবার আগাম বর্ষায় পাহাড়ে প্রকৃতির কিছুটা বৈরী হাওয়া বইলেও বৃক্ষ-বনানী আর ঝিরি ঝরণার রুপে কোনও কমতি ঘটেনি। ফলে জেলা শহরের ছোট-বড় প্রতিটি আবাসিক ও খাবার হোটেলে শুরু হয়েছে বিশেষ ছাড়ের প্রবণতা।

এবার খাগড়াছড়িতে আমের ফলন হয়েছে প্রচুর। কয়েক দশক ধরে দেশের বিভিন্ন জেলার মানুষ পাহাড়ের সুমিষ্ট আম্রপালির কথাই জেনে এসেছেন। এর সঙ্গে রয়েছে রঙ-বেরঙের নানা ঘ্রাণের সুস্বাদু সব বাহারি নামের পাহাড়ি আম। কোনটার রঙ সবুজাভ, কোনটা লালচে, কোনটা মরিচ রঙা আবার কোনটা ধূসর! অবিশ্বাস্য হলেও সত্য ‘ব্রুনাই কিং’ জাতের একেকটি আমের ওজন গড়ে দুই কেজির বেশি। ‘কুমিল্লা’ জাতের আমও একেকটি গড়ে আধা কেজির ওপরে। সারাদেশের মতো হিমসাগর, মাহালিশা, কাঁচামিঠা ও মল্লিকার কথা না হয়বাদই দিলাম। স্থানীয় জাতের বিপুল সংখ্যক আমও এবার বাজারজাত করছেন বাগানিরা।

ও হ্যাঁ, বেড়াতে এলে তো থাকার একটা ব্যবস্থা হবেই। বেড়ানোও যাবে। কিন্তু ‘ঝড়ের দিনে মামার বাড়ি আম কুড়োতে সুখ’ পাবেন কোথায়?

আমের আপ্যায়নে প্রস্তুত খাগড়াছড়ি, পর্যটকদের জন্য হোটেলগুলোতে বিশেষ ছাড় কোনও চিন্তা করবেন না। জেলা শহরের পানখাইয়া পাড়ার ঐতিহ্যবাহী বটতলায় বসেছে ‘আম মেলা’। ভিন্নধর্মী এই মেলায় ১৫টি বাগানের উৎপাদিত সব আম এক ছাতার নিচে জড়ো করে শুক্রবার শেষ বিকেলে শুরু হয়েছে জমজমাট প্রদর্শনী ও বিকিকিনি। ঈদের ছুটিতে বেড়াতে আসা পর্যটক এবং স্থানীয় আমপ্রিয় মানুষদের কথা চিন্তা করে মাসব্যাপী চলবে এই মেলা।

খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী আম মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি খাগড়াছড়িতে উৎপাদিত বিভিন্ন জাতের মানসম্পন্ন আমের ব্র্যান্ডিংয়ের রুপরেখা প্রনয়ণের প্রত্যয় ব্যক্ত করেন।

খাগড়াছড়ি চেম্বারের সভাপতি সৌখিন আম মেলার উদ্যোক্তাদের হাতে নগদ এক লাখ টাকা তুলে দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী পাহাড়ের বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান করে দিয়েছেন। পার্বত্য মন্ত্রণালয়ের সচিবের নির্দেশনা আছে। আগামী অর্থবছরেই খাগড়াছড়িতে একটি হিমাগার স্থাপিত হবে।

খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহম্মদ খান, জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, জেলা উদ্যান কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনসহ বিভিন্ন বাগান মালিকরা মেলার আনুষ্ঠানিকতায় অংশ নেন।

বেসরকারি পর্যায়ে খাগড়াছড়ির জনপ্রিয় বিলাসবহুল আবাসিক ‘হোটেল গাইরিং’-এর ব্যবস্থাপনা পরিচালক এস. অনন্ত ত্রিপুরা বলেন, ‘পবিত্র ঈদ উৎসবের সঙ্গে এবারের আম মেলা এবং আগাম বর্ষা খাগড়াছড়ির প্রাকৃতিক সৌন্দর্যকে অন্য রকমভাবে ফুটিয়ে তুলেছে। পথে-ঘাটে পাহাড় ধ্বসের শংকা থাকলেও এ ব্যাপারে সড়ক ও জনপথ অধিদফতর তৎপর রয়েছে। বর্ষায় পাহাড়ের প্রকৃতি উপভোগে ভ্রমণপিপাসুদের জন্য আমাদের সর্বোচ্চ ছাড় থাকবে।’

আমের আপ্যায়নে প্রস্তুত খাগড়াছড়ি, পর্যটকদের জন্য হোটেলগুলোতে বিশেষ ছাড় শহরের প্রাণকেন্দ্র মিলনপুরে অবস্থিত এই হোটেলে স্বল্প খরচে খাবারের পাশাপাশি রয়েছে ছাত্র-যুবকদের জন্য ডরমেটরি টাইপের থাকার ব্যবস্থা।

জেলা শহরের মহাজন পাড়ায় অবস্থিত ভিন্নধর্মী খাবারের দোকান ‘রাইন্যা টুগুন’-এর পরিচালক লোকজ্যোতি চাকমা বলেন, স্থানীয় বাজারে এখন প্রচুর পরিমাণে ছোট-বড় মাছ সহজলভ্য। শাক-সবজি’র সঙ্গে গ্রামে পালন করা হাঁস-মুরগি-কবুতরের দামও সহনীয়। তাই যারাই বেড়াতে আসবেন, স্বস্তি পাবেন সীমিত বাজেটের মধ্যেই।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম নিজেও একজন প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপ্রিয় মানুষ। তিনি খাগড়াছড়িতে যোগ দেওয়ার পর থেকেই মনোযোগ দেন পাহাড়চূড়া আলুটিলা’র দিকে। তার উদ্যোগে আমূল বদলে গেছে আলুটিলা পর্যটন স্পট। আধুনিক সব সুযোগ-সুবিধা আর সান্ধ্যকালীন সোলারের আলোয় উদ্ভাসিত আলুটিলায় আপনি সময় কাটাতে পারবেন সন্ধ্যা অবধি।

জেলা প্রশাসক বলেন, ‘পরিবহন খাতে ভাড়া সংক্রান্ত বিষয়ে কিছু অসঙ্গতি এখনও কাটিয়ে উঠা যায়নি। তবু বলবো, যারা খাগড়াছড়িতে বেড়াতে আসবেন, তারা ঠকবেন না। অন্তত কম খরচে যাতে পর্যটকরা বিনোদন করতে পারেন, সে ব্যবস্থা নিশ্চিত করতে জেলা প্রশাসন সব সময় তৎপর।’

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাখালী বাস টার্মিনাল এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ
মহাখালী বাস টার্মিনাল এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ
এক ঝড়ে বঙ্গোপসাগরে একসঙ্গে ডুবলো ২০ ট্রলার
এক ঝড়ে বঙ্গোপসাগরে একসঙ্গে ডুবলো ২০ ট্রলার
২৫ মে বিশ্ব ফুটবল দিবস
২৫ মে বিশ্ব ফুটবল দিবস
৪৬৮ কোটি টাকার তেল ও ডাল কিনবে সরকার
৪৬৮ কোটি টাকার তেল ও ডাল কিনবে সরকার
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ