X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বাগেরহাটে বজ্রাঘাতে নিহত ২

বাগেরহাট প্রতিনিধি
২০ জুন ২০১৮, ০১:২০আপডেট : ২০ জুন ২০১৮, ০১:৩১

বজ্রাঘাত বাগেরহাটে বজ্রাঘাতে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুজন । মঙ্গলবার (১৯ জুন) বিকালে বাগেরহাট সদর উপজেলার কাপালী বন্দর ও মোরেলগঞ্জ উপজেলার কুমারীয়াজোলা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাগেরহাট সদর বেমরতা ইউনিয়নের কাপালী বন্দর গ্রামের বিষ্ণুপদ মন্ডলের স্ত্রী শম্পা রাণী মন্ডল (২৮) এবং মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের কুমারীয়াজোলা গ্রামের রমেন্দ্র নাথ মৃধার ছেলে বিকাশ মৃধা (৪০)। এসময় আহত সুভাস তালুকদারকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পঞ্চকরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার জানান, সুভাস তালুকদার হেড়মা বাজারের কাছে তার মাছের ঘেরে মাটি কাটার জন্য বিকাশ মৃধাকে শ্রমিক হিসেবে নিয়ে আসেন। তারা মাছের ঘেরে মাটি কাটার সময় গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে বজ্রপাত হয়। বজ্রপাতে অঘের মালিক সুভাস তালুকদার পরিবারের সদস্যদের নিয়ে শ্রমিক বিকাশকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অসুস্থ সুভাসকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা শঙ্কামুক্ত। বজ্রপাতে বিকাশের মৃত্যুর তথ্য মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেদুল ইসলামও নিশ্চিত করেছেন।
বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর বলেন, বৃষ্টির মধ্যে গৃহবধূ শম্পা মন্ডল বাড়ির পাশে মাঠে বেঁধে রাখা গরু আনতে যান। প্রায় আধা ঘণ্টা পার হলেও শম্পা বাড়িতে না ফিরে আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে যেয়ে মাঠে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক শম্পাকে মৃত ঘোষণা করেন। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাহাতাব উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
অপরদিকে জেলার মোংলা উপজেলার জয়মুনি কাটাখাল এলাকায় বজ্রপাতে শ্রী দেবী (৩২) নামে এক গৃহবধূ আহত হয়েছেন। শ্রী দেবী কাটাখাল এলাকার সুজিতের স্ত্রী। শ্রী দেবীকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ