X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

গাজীপুর নির্বাচন সুষ্ঠু করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে প্রশাসন: সিইসি

গাজীপুর প্রতিনিধি
২০ জুন ২০১৮, ১৭:৩৫আপডেট : ২০ জুন ২০১৮, ১৭:৩৫

গাজীপুর নির্বাচন সুষ্ঠু করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে প্রশাসন: সিইসি গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু না হলে যে ব্যক্তি দায়ী থাকবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যে পর্যন্ত যাওয়া দরকার, সে পর্যন্ত যাওয়া হবে।’

বুধবার ( ২০ জুন) দুপুর ২টায় গাজীপুর জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব বলেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় কমিটির বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে মতবিনিময় করেন। বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ সভা চলে। এসময় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ব্যাপারে গাজীপুরের আইনশৃঙ্খলা বাহিনী ও পরিবেশের প্রতি সন্তুষ্ট প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আগামী ২৬ জুনের নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কী ভূমিকা থাকবে এ সংক্রান্ত কী পরিকল্পনা রয়েছে তা নিয়ে মতবিনিময় সভায় আলোচনা হয়েছে। আমরা আশা করি নির্বাচন গ্রহণযোগ্য ও সুষ্ঠু হবে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘মতবিনিময় সভায় যার যার দায়িত্ব শেয়ার করা হয়েছে। সভায় যার যার দায়িত্ব সে সে গ্রহণ করেছেন। এখানে কোনও ঝুঁকি নেই। নির্বাচন নিয়ে তারা প্রত্যাশার কথা তুলে ধরেছেন।’

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তালুকদার আবদুল খালেক বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। তবে ওই নির্বাচনে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল এ প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘প্রশাসন স্টাফিং (ভোট জালিয়াতি) করে এ কথাটা আমি একেবারেই প্রত্যাখ্যান করি। প্রশাসন কোনও স্টাফিংয়ের সুযোগ দেয় না, করেও না এবং তারা এতে সহযোগিতাও করে না। কিছু দুষ্কৃতিকারী থাকে তারা স্টাফিংয়ের মাধ্যমে যেমন খুলনায় চারটি-পাঁচটি কেন্দ্রে স্টাফিংয়ের সুযোগ পয়েছে। কিন্তু, অন্যান্য কেন্দ্রে স্টাফিং হয়নি। এখানে প্রশাসনের লোক সর্বাত্মক চেষ্টা করবে নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য। এরকম তারা আমদের কাছে অঙ্গীকার করেছেন।’

আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছেন বিএনপি- এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার প্রশ্নে নূরুল হুদা বলেন, ‘কোথায় আচরণবিধি ভঙ্গ হয়েছে সেটাতো বলতে হবে। তা না হলে তো হয় না। তা বলতে পারলে ম্যাজিস্ট্রেট ও পুলিশকে আমি বলতে পারি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য।’

তিনি আরও বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হবে না। আমি আগেও বলেছি এখনও বলছি। এখানে ৬টা কেন্দ্রে ইভিএম ব্যবহারের প্রস্তুতি চলছে।’

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ও নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ।

সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. রকিব উদ্দিন মন্ডল, গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুনুর রশীদ, গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামানসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
গরমে সুস্থ থাকতে চাইলে মানতে হবে এই ৮ টিপস
গরমে সুস্থ থাকতে চাইলে মানতে হবে এই ৮ টিপস
দুর্নীতি মামলায় এসকে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন
দুর্নীতি মামলায় এসকে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা