X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

গাজীপুরে সিইসি’র মতবিনিময়, নানা অভিযোগ মেয়র প্রার্থীদের

গাজীপুর প্রতিনিধি
২০ জুন ২০১৮, ২১:২০আপডেট : ২০ জুন ২০১৮, ২১:২০

গাজীপুরে সিইসি’র মতবিনিময়, নানা অভিযোগ মেয়র প্রার্থীদের গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তার। বুধবার (২০ জুন) বিকাল চারটায় বঙ্গতাজ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মেয়র প্রার্থীরা সিইসি’র কাছে নান অভিযোগ তুলে ধরেন।

এদিকে মতবিনিময় সভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের সঙ্গে দলের জেলার শীর্ষ কোনও নেতা সেখানে উপস্থিত ছিলেন না। অন্যদিকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের সঙ্গে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গদলের নেতাকর্মীদের দেখা গেছে।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, ‘ঢাকা থেকে গাজীপুরের নির্বাচনের ব্যাপারে বিভিন্ন সময় প্রেস ব্রিফিং দেওয়া হয়। এটা গাজীপুরের নির্বাচন, গাজীপুরের মানুষের প্রতি আস্থা রাখা উচিত। নির্বাচন কমিশন স্বাধীন। আমাদের দেশে কিছু অনুপ্রবেশকারী রয়েছে। তারা সরকার ও নির্বাচন কমিশনকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন সময় নিজেরাই নানা অজুহাত তৈরি করে প্রচার মাধ্যমে প্রচার করতে চায়।’

গাজীপুরে সিইসি’র মতবিনিময়, নানা অভিযোগ মেয়র প্রার্থীদের তিনি আরও বলেন, ‘যেকোনও লোক যদি আদালত কর্তৃক বা চার্জশীটভুক্ত আসামি হয় তারা যেন নির্বাচনি পরিবেশ নষ্ট না করতে পারে। ৮৮ ও ৮৬ সালের নির্বাচনে গাজীপুরে রক্তপাত হয়েছিল। নাটক সাজিয়ে আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছে।’ নিজেরা ভিত্তিহীন কোনও অভিযোগ না তুলে নির্বাচন কমিশনের চেয়ার এবং নির্বাচন কমিশনকে দেশ ও আন্তর্জাতিকভাবে বিভক্ত না করার আহ্বান জানান তিনি।

যারা বহিরাগত এবং নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের বিষয়টি গোয়েন্দা সংস্থা ও নির্বাচন কমিশনের মাধ্যমে দেখভাল করার আহ্বান জানান অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘মিথ্যা প্রচারণা দিয়ে কেউ যেন ফায়দা লুটতে না পারে। আমরা সবাইকে নিয়ে ২৬ জুন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ আরেকটি উৎসব পালন করবো।

সড়ক ও মহাসড়কে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর রঙিন পোস্টারের অভিযোগ করে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার বলেন, ‘অনেক বলার পরও কোনও প্রতিকার পাইনি।’

তিনি আরও বলেন, আওয়ামী লীগের প্রার্থীর একসঙ্গে কাজ করার জন্য তার যে প্রত্যাশা তার জন্য তাকে অভিনন্দন। তবে সে প্রত্যাশা অন্তরের কিনা সে ব্যাপারে সন্দেহ পোষণ করে বলেন, অন্তরের খবর আল্লাহাতায়ালা ছাড়া কেউ বলতে পারে না।

হাসান উদ্দিন সরকার বলেন, ‘আমাদের প্রতিদ্বন্দ্বী বন্ধুদের কালো টাকা আমাদের হাঁপিয়ে তুলেছে। রোজার সময় সোয়াবের আশায় ইফতারে কত টাকা ব্যয় হয়েছে? এ জবাব কোত্থেকে আমরা দেবো? কোন প্রার্থী কত টাকা ব্যায় করেছে তার হিসাব রাখলে নির্বাচন কমিশন ভালো করতেন।’

ইসলামী ফ্রন্ট মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, ‘বৃষ্টির কারণে নির্বাচন কেন্দ্রর পরিবেশ কেমন তার আপডেট আমাদের জানাতে হবে, ভোটারদের জানাতে হবে। তারা যেন নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।’

গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটের দিন পুলিশের ৩১টি মোবাইল টিম ৯টি ভাগে বিভক্ত হয়ে কাজ করবে। ১৫টি স্ট্রাইকিং ফোর্সসহ প্রয়োজনীয় লোকবল মাঠে কাজ করবে।

বিজিবির প্রতিনিধি কর্নেল মোয়োজ্জেম হোসেন বলেন, ‘৩০ থেকে ৩৫টি বিজিবির টিম মাঠে কাজ করবে।’

ঢাকা রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) আব্দুল্লাহ আলম মামুন বলেন, ‘নির্বাচন সংক্রন্ত কোনও ধরনের গুজব ছড়ালে সে রেহাই পাবে না। নির্বাচনের পর বিজয় মিছিল করা যাবে না।’

ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম বলেন, ‘নির্বাচনে ৭০ থেকে ৭৫ ভাগ ব্যায় আইনশৃঙ্খলার কাজে ব্যয় করা হয়। মুক্তিযুদ্ধের ৪৭ বছরে আমাদেরকে রাজনৈতিক ও নির্বাচনি পরিবেশের আচরণ পরিবর্তন করতে হবে।’

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘গ্রহণযোগ্য নির্বাচন আমরা সবাই চাই। কিন্তু সেই চাওয়ার মধ্যে ফাঁক রয়েছে। তার জন্য আমরা সবাই আছি।’

নির্বাচন কমিশনার মাহবুবু তালুকদার বলেন, ‘নির্বাচন যারা ব্যাহত করতে চায় তাদের প্রতিহত করতে হবে। আইনশৃঙ্খলরার ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। মানি ও মাসল পাওয়ারের হাত থেকে রক্ষা পাওয়া না গেলে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সুষ্ঠু নির্বাচনের জন্য নাগরিকদের এগিয়ে আসতে হবে। সামাজিক ও আত্মীয়তার বন্ধন অটুট রেখে নির্বাচনে প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ সৃষ্টি করুন।’

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা প্রার্থীদের প্রতি অনুরোধ করে বলেন, ‘প্রশিক্ষণ দিয়ে পোলিং এজেন্ট কেন্দ্রে পাঠান। কেন্দ্রের বাইরে ভোট গণনা করা যাবে না। কেন্দ্রে ভোট গণনা শেষ না করা পর্যন্ত পোলিং এজেন্টরা যেন কেন্দ্রের বাইরে যেতে না পারেন।’.

নির্বাচন সংশ্লিষ্ট কেউ পক্ষপাতমূলক আচরণ করলে তা জানানোর অনুরোধ করে সিইসি বলেন, অভিযোগ যেন সঠিক হয়।

তিনি বলেন, ‘এ পর্যন্ত কোনও প্রার্থী বা তার সমর্থকেরা অন্য কোনও প্রার্থী বা কোনও কর্মীর গায়ে হাত তুলেছেন এমন অভিযোগ আমরা পাইনি। তাহলে নির্বাচনি পরিবেশ নেই, এ কথা কী করে বুঝবো? আমরা আশাবাদী এ পরিবেশের মধ্যেই নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
বেসিস নির্বাচন২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা