X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জাহাঙ্গীর আলম মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন: হাসান সরকার

গাজীপুর প্রতিনিধি
২১ জুন ২০১৮, ০১:২৮আপডেট : ২১ জুন ২০১৮, ০১:৪৬

 

নির্বাচনি প্রচারণাকালে পথসভায় বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জনগণের সঙ্গে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকার। তিনি বলেন, ‘জাহাঙ্গীর আলম নির্বাচনী বৈতরণী পার হতে নির্বিচারে মিথ্যা কথা বলছেন। বুধবার (২০ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত গাজীপুর নগরীর ৩০ নং ওয়ার্ডের বাঙ্গালগাছ বাজার, নীলের পাড়া, কানাইয়া বাজার, বালুচাকুলি এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

হাসান উদ্দীন সরকার বলেন, ‘আওয়ামী লীগের মেয়র প্রার্থী মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছেন। চীন ও জাপানের সহযোগিতায় গাজীপুর নগরী নিয়ে তিনি একটি মাস্টার প্ল্যান করেছেন বলে  হাস্যকর প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি নির্বাচিত জনপ্রতিনিধি না হয়েও কীভাবে, কোন প্রক্রিয়ায়, কোন্ কোন্ নগরবিদের সহযোগিতায় এমন মাস্টার প্ল্যান করলেন?  তাকে এই প্রশ্ন করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানাই।’  

বিএনপির মেয়র-প্রার্থী বলেন, ‘জাহাঙ্গীর আলম যে গ্রিন সিটি, ক্লিন সিটির মাস্টার প্ল্যান করলেন, তাহলে রাজউকের ডিটেইলস্ এরিয়া প্ল্যানের (ড্যাপের) কী হবে? কালীগঞ্জের সন্তান জাহাঙ্গীর আলম গাজীপুর নগরীর অনেক এলাকাই তো এখনও চেনেন না, তাহলে এই নগরী নিয়ে মাস্টার প্ল্যান করলেন কিভাবে?’

গাজীপুরে নির্বাচনি প্রচারণাকালে পথসভায় বক্তব্য রাখছেন বিএনপির মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকার

কানাইয়ার পথসভায় হাসান সরকার পাশের ‘চিটার খালের’ দিকে ইঙ্গিত করে বলেন, ‘এখানে জিয়াউর রহমানকে এনে এই খাল খনন করেছিলাম। এই স্মৃতি কখনও মোছা যাবে না। এই খালের বদৌলতে এই এলাকার শত শত একর আবাদি জমিতে আজও ধান চাষ হচ্ছে। কাজেই এই এলাকার মানুষ ধানের শীষকে কখনও ভুলতে পারবে না।’

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ধানের শীষের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী ডা. মাজহারুল আলম বলেন, ‘সিটি করপোরেশনের ট্যাক্সকে যদি চাঁদাবাজির বৈধ হাতিয়ার মনে করেন, নিজে কত ভাগ খাবেন, কত ভাগ ওপর মহলে দেবেন, কত ভাগ সিটি করপোরেশনে খরচ করবেন, কেউ কেউ এখনই এই হিসাব কষতে শুরু করেছেন বলে শুনা যাচ্ছে। যদি এমনই হয়, তাহলে সিটি করপোরেশন হবে জনগণ নিষ্পেষিত হওয়ার আরেকটি হাতিয়ার।’

এসময় আরও বক্তব্য  রাখেন, গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি আহমেদ আলী রুশদী, জেলা মুক্তিযোদ্ধাদলের সভাপতি আব্দুস সামাদ মোল্লা, কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, গাজীপুর জেলা হেফাজতে ইসলামীর যুগ্ম সম্পাদক মুফতি নাছির উদ্দিন প্রমুখ।

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন