X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কালীগঞ্জে মাছের পুকুরে বিষ, ৭ লাখ টাকার ক্ষতি হওয়ার দাবি

ঝিনাইদহ প্রতিনিধি
২১ জুন ২০১৮, ০২:২৭আপডেট : ২১ জুন ২০১৮, ০২:৩৫

ঝিনাইদহে ৫ বিঘা আয়তনের পুকুরে বিষ ঢেলে দিয়ে প্রায় ৭ লাখ টাকার বিভিন্ন প্রকারের মাছ ও রেণু পোনা মেরে ফেলার অভিযোগ করেছেন সংশ্লিষ্ট মৎস চাষী। ঘটনাটি ঘটেছে বুধবার (২০ জুন) জেলার কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের ষাটবাড়িয়া গ্রামে। মালিয়াট গ্রামের তিন ভাই আবু তাহের, মেহেদী হাসান ও তাফসির মিলে পুকুরটিতে দীর্ঘদিন ধরে মাছের চাষ করে আসছিলেন। তারা জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা পুকুরের পানিতে ইঁদুর মারা বিষ ঢেলে দেয়। এতে বিভিন্ন প্রজাতির বড় বড়  মাছ ও রেণু পোনা মারা যায়। ঝিনাইদহ

মেহেদী হাসান জানান, তারাই ৫ বিঘা আয়তনের পুকুরটির মালিক। তিন ভাই মিলে দীর্ঘ ৭ বছর ধরে মাছ করে আসছেন তারা। আগে সেখানে পোনা ছেড়ে বড় মাছ উৎপাদন করতেন। এ বছরই প্রথম তারা রেণু পোনার চাষ শুরু করেছিলেন। পুকুরের পানিতে মরা মাছ ভেসে উঠতে দেখলে প্রথমে তারা অক্সিজেন স্বল্পতাকেই কারণ হিসেবে ধরে নিয়েছিলেন।

পরবর্তীতে পুকুর পাড়ে ইঁদুর মারার বিষের (গ্যাস ট্যাবলেট) কৌটা পড়ে থাকতে দেখে তারা ধারণা করেন, পুকুরে বিষ ঢেলে দেওয়া হয়েছে। মরা মাছের কারণে চারপাশে প্রচন্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। রেণু পোনা ছাড়াও রুই, কাতলা, মৃগেল, সিলভার কাপসহ বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ মরে ভেসে ওঠে। ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন, এ ঘটনায় তাদের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

মালিয়াট ইউনিয়ন পরিষদের সদস্য কবিরুল ইসলাম নান্নু পুকুরের মাছের মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তত্তিপুর পুলিশ ক্যাম্পের আইসি ( ক্যাম্প ইনচার্জ) এসআই আসাদুজ্জামান জানিয়েছেন, পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার ঘটনায় ক্ষতিগ্রস্থরা থানায় জিডি করার সিদ্ধান্ত নিয়েছেন।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!