X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ডুমুরিয়ায় বাস উল্টে নিহত ৫, আহত ১৫

খুলনা প্রতিনিধি
২১ জুন ২০১৮, ১৪:৪৭আপডেট : ২১ জুন ২০১৮, ১৬:০০

খুলনা

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া উপজেলার বরাতিয়া এলাকায় যাত্রীবাহী বাস উল্টে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের আরও ১৫ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হাসান এ ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘দুর্ঘটনাকবলিত বাসটি কয়রা থেকে যাত্রী নিয়ে খুলনায় আসছিল। মৌমিতা পরিবহনের বাসটির নম্বর সাতক্ষীরা জ-০৪-০০৮৮। বাসটি বরাতিয়া এলাকায় পৌঁছালে ব্রেক ফেল হয়। এ সময় চালক বাসটির নিয়ন্ত্রণ হারায়। ফলে বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে উল্টে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ দুর্ঘটনাকবলিত যাত্রীদের উদ্ধার কাজ চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরাও উদ্ধার কাজে অংশ নেন।’

তিনি জানান, ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন কয়রা উপজেলার কালনা এলাকার ওহিদ গাজীর ছেলে শাহিনুর গাজী (৪০), কয়রা উপজেলা সদরের লুৎফর রহমানের ছেলে শারিফুল ইসলাম (৩৫) ও কয়রা সদরের মোস্তফা গাজী (৩৫)।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আহত অবস্থায় ১৫ জনকে উদ্ধার করে চুকনগর ও ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকৃত অন্য লাশগুলোর পরিচয় জানার প্রচেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশগুলো খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

আরও পড়ুন- হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়