X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

টাকা নিয়ে অছাত্রদের দিয়ে ছাত্রলীগের কমিটি গঠনের অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি
২১ জুন ২০১৮, ১৭:০৯আপডেট : ২১ জুন ২০১৮, ১৭:০৯

 

নবীগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতাদের সংবাদ সম্মেলন ২০ লাখ টাকা নিয়ে অছাত্র ও বয়স্কদের অন্তর্ভুক্ত করে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা এবং পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণার অভিযোগ উঠেছে। বুধবার (২১ জুন) বিকালে হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রলীগের বিদায়ী সাধারণ সম্পাদক জাকির হোসেনের বিরুদ্ধে এই অভিযোগ করেন ছাত্রলীগের স্থানীয় সাবেক নেতারা।




নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আলমগীর চৌধুরী সালমান,মহিনুর রহমান ওহি এবং সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক সোহেল মিয়া তালুকদারের নেতৃত্বে ক্ষুব্ধ নেতারা ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
নেতারা বলেন, উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি জেলা থেকে অনুমোদন দেওয়া হয়। কিন্তু কেন্দ্রীয় নেতারা কেন্দ্রীয় সম্মেলনের আগের রাতে শাহ ফয়সল তালুকদারকে সভাপতি ও মাহবুবুর রহমান রাজুকে সাধারণ সম্পাদক করে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ এবং মো. বাবলু আহমেদকে সভাপতি ও সিদ্ধার্থ শংকর ভট্টাচার্য্য শুভকে সাধারণ সম্পাদক করে নবীগঞ্জ পৌর ছাত্রলীগের কমিটি গঠন করে। তারা জানান, শাহ ফয়সলের বয়স ৩১ বছর ২ মাস ও শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পর্যন্ত । বাবলু আহমেদের বয়স ২৯ বছর ৬ মাস এবং তার শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি।এছাড়া, পৌর কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক পৌর এলাকার ভোটার নন বলেও অভিযোগ করেন তারা।
সবেক সহসভাপতি মহিনুর রহমান ওহি অভিযোগ করেন, ‘জাকির হোসেন ২০ লাখ টাকা নিয়ে নবীগঞ্জে দুটি কমিটি দিয়েছেন।এর আগে ২০১৬ সালে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে নবীগঞ্জে কমিটি দেওয়া হলে স্থানীয় নেতাকর্মীদের বিক্ষোভের মুখে তা স্থগিত করা হয়।’
যে কমিটি ঘোষণা দেওয়া হয়েছে তা বাতিলের দাবি জানিয়ে নেতাকর্মীরা বলেন,কমিটি বাতিল করা না হলে আইনের আশ্রয় নেওয়া হবে।কমিটি ঘোষণার ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতার বিষয় নিয়ে প্রয়োজনে হাইকোর্টে যাওয়া হবে। এসময় প্রকৃত ছাত্রদের দিয়ে কমিটি গঠনেরও দাবি জানান তারা।
এদিকে, সংবাদ সম্মেলনের পর জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান বলেন,‘জাকির হোসেনের বিরুদ্ধে টাকা নিয়ে কমিটি দেওয়ার যে অভিযোগ উঠেছে, তা সঠিক নয়। তবে নবীগঞ্জের কমিটি নিয়ে যে বিরোধ দেখা দিয়েছে, তা স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’

/আইএ/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা