X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সিলেটে মনোনয়নপত্র নিয়ে ভোটারদের কাছে প্রার্থীরা

তুহিনুল হক তুহিন, সিলেট
২২ জুন ২০১৮, ০২:৪৭আপডেট : ২২ জুন ২০১৮, ০৩:১৩

সিলেট সিটি কর্পোরেশন সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে মেয়র পদপ্রার্থীসহ সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন বিরামহীন প্রচারণা। জনসমর্থন আদায়ের জন্য নানা প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছেন তারা। নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ফরম নিয়ে ওয়ার্ডের বিভিন্ন বাসা-বাড়িতে গিয়ে মুরব্বিদের দোয়া নিচ্ছেন। ভোটাররা বলছেন, মনোনয়ন ফরম নিয়ে প্রার্থীদের দোয়া নেওয়া নির্বাচনি প্রচারণার নতুন কৌশল।

এদিকে, প্রচারণার পাশাপাশি দলীয় মনোনয়ন পেতে জোর তৎপরতা চালাচ্ছেন মেয়র পদপ্রার্থীরা। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য ইতোমধ্যে পাঁচজন প্রার্থীর নাম দলীয় মনোনয়ন বোর্ডে পাঠানো হয়েছে। দলের মনোনয়ন বোর্ড শুক্রবার (২২ জুন) এই প্রার্থীদের সঙ্গে বসে চূড়ান্ত প্রার্থী ঠিক করবে। আওয়ামী লীগের পাঁচজন মনোনয়ন প্রত্যাশী হলেন– সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সাবেক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার, অধ্যাপক জাকির হোসেন এবং  সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, ‘সিলেট থেকে পাঁচজন প্রার্থীর নাম কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে এসেছে। সিলেট থেকে নৌকা প্রতীক নিয়ে কে নির্বাচন করবেন তা দলের সভানেত্রী শেখ হাসিনাই ঠিক করবেন।’

সিটির ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত আমীন তৌহিদ জানান, ‘মনোনয়ন ফরম একটি বড় বিষয়। এখানে ভুল হলে প্রার্থীতা পর্যন্ত বাতিল হতে পারে। নির্বাচন কমিশন থেকে ফরম নেওয়ার পর ওয়ার্ডের কয়েকজন প্রবীণকে তা দেখিয়ে দোয়া নিলাম। আশ করি তাদের দোয়া আমার জন্য নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

একইভাবে নির্বাচন কমিশন থেকে নেওয়া মনোনয়ন ফরম দেখিয়ে প্রবীণদের কাছ থেকে দোয়া নেন ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব। 

এদিকে, সিলেট থেকে ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী কে হচ্ছেন এ নিয়ে কেন্দ্রীয় নেতাদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা। এবার সিলেট সিটি নির্বাচনে জামায়াতও এ পদে প্রার্থী দিতে আগ্রহী। সিটি নির্বাচন নিয়ে পরবর্তী করণীয় ঠিক করতে আগামী ২৭ জুন এ জোটের সভা বসবে। সিলেটে জোটের অন্যান্য শরিক দল মনোনয়ন না চাইলেও এবার মেয়র পদে মনোনয়ন চান জামায়াতের সিলেট মহানগর শাখার আমির এহসানুল মাহবুব জুবায়ের। ইতোমধ্যে তিনি মেয়র পদে নির্বাচন করার জন্য মনোয়ান ফরম কিনে রেখেছেন। তবে একটি সূত্র নিশ্চিত করেছে, সিলেট সিটি করপোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী জোট সমর্থিত প্রার্থী হওয়ায় এখানে জামায়াতের প্রার্থী না দেওয়ার সম্ভবনাই বেশি। সিলেটে মেয়র প্রার্থী করার ক্ষেত্রে জোটের স্বার্থকেই প্রাধান্য দেবে জামায়াত। যে কারণে আরিফুল হক চৌধুরী জোটের প্রার্থী হয়ে নির্বাচন করার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন।

সিলেটে ২০ দলীয় জোটের শরিক দলগুলোর নেতারা বলছেন, সিলেটে বিএনপির প্রার্থী আরিফ অন্যান্য দলের প্রার্থীর চেয়ে শক্তিশালী। তাই এবারের সিটি নির্বাচনে ২০ দলীয় জোটের বিজয় নিশ্চিত করতে আরিফুলকে প্রার্থী করার ব্যাপারে তারা মত দিয়েছেন।

বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী ছাড়াও সিটি নির্বাচনকে সামনে রেখে বুধবার (২০ জুন) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর সেক্রেটারি বদরুজ্জামান সেলিম ‍ও যুবদল নেতা সালাহ উদ্দিন রিমন। রাজনৈতিক কৌশলের কারণেই তারা মনোনয়ন ফরম কিনলেও দলের সিদ্ধান্তের পর তারা আর মনোনয়নপত্র দাখিল করবেন না বলে জানা গেছে।

সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘দল আবারও আমাকে চায়। সেই সঙ্গে ২০ দলীয় জোটের নেতারাও আমার পক্ষে কেন্দ্রীয় নেতাদের কাছে মত পেশ করেছেন। আমি শতভাগ আশাবাদী এবারও জোটের নেতারা আমাকে মনোনয়ন দেওয়ার পাশাপাশি আমাদের বিজয় নিশ্চিত করার জন্য একযোগে সবাই কাজ করবেন।’

তবে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেন, ‘এবার সিলেটের মানুষের ভালোবাসা আর মূল্যায়নের প্রতিফলন ঘটাতে দলের কয়েকজন নেতার সঙ্গে আলোচনা করার পর সবুজ সংকেত পেয়ে মনোনয়ন ফরম কিনেছি। আশা করি জোট ও দল উভয়ই আমাকে মূল্যায়ন করবে।’

 

/আই/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!