X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মোংলায় টর্নেডো দুর্গতদের দিন যাচ্ছে খেয়ে না খেয়ে

মোংলা প্রতিনিধি
২২ জুন ২০১৮, ১৪:১৪আপডেট : ২২ জুন ২০১৮, ১৪:১৪

মোংলায় টর্নেডো দুর্গতরা গত সোমবার টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে মোংলার সুন্দরবন সংলগ্ন পশুর নদীর তীরের সাতটি গ্রামের অসংখ্য পরিবার। এরপর থেকে খেয়ে না খেয়ে দিন পার করছেন তারা। খোলা আকাশের নিচে সামিয়ানা টাঙিয়ে মানবেতর জীবনযাপন চলছে তাদের। স্থানীয় প্রশাসনের দেওয়া শুকনো খাবারও তাদের ভরসা।

সোমবার (১৮ জুন) বিকাল ৪টার দিকে টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড  হয়ে যায় পশুর নদীর তীরের জয়মনির ঘোল, গিলার খালকুল, কাটাখালী, খাপড়া, পশ্চিমপাড়া, বৌদ্ধমারী ও বটতলা গ্রাম। মাত্র ৪৫ সেকেন্ডের প্রলয়ংকারী টর্নেডোতে মসজিদ, মাদ্রাসা, দোকানপাট ও দুই শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

মোংলায় টর্নেডো দুর্গতরা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের বাসিন্দা মো. জাকির শেখ ও মহারাজ মিয়া জানান, ‘ভিটেমাটি বলতে পশুর নদীর পাড়ে কোনও রকম গোলপাতার ছাউনি দিয়ে তাদের বসবাস ছিল। কিন্তু সোমবারের টর্নেডোর আঘাতের পর মুহূর্তেই সব লণ্ডভণ্ড হয়ে যায়। এরকম আরও শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত  হয়েছে।  পরিবার নিয়ে না খেয়ে কোনও রকম দিন পার করতে কষ্ট হচ্ছে।’

মোংলায় টর্নেডো দুর্গতরা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন জানান, ‘টর্নেডোর পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ইউনিয়নের পক্ষ থেকে শুকনো খাবার দেওয়া হচ্ছে। তাদের প্রতিদিনই চিড়া, মুড়ি এবং গুড় দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যাবস্থা করা হবে।’  

মোংলায় টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত গাছ উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম জানান, বাগেরহাট জেলা প্রশাসনের ত্রাণ শাখা থেকে ক্ষতিগ্রস্তদের শুক্রবার (২২ জুন) নগদ অর্থ, ঘর নির্মানের জন্য ঢেউটিন এবং ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে। 

তিনি আরও জানান, ত্রাণ সহায়তা দেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে ক্ষতিগ্রস্তদের তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’