X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বেলকুচিতে মাদকসহ পুলিশ সদস্য ও সহযোগী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
২২ জুন ২০১৮, ১৮:৪৬আপডেট : ২২ জুন ২০১৮, ২০:১৩

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের বেলকুচিতে মাদকসহ এক পুলিশ সদস্য ও তার সহযোগীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার রাতে বেলকুচির তামাই গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার বিকালে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (২২ জুন) বেলকুচি থানার উপ-পরিদর্শক আব্দুস সবুর এ তথ্য নিশ্চিত করেন।

আটক পুলিশ সদস্যর নাম কনস্টেবল মো. ফজলুল হক এবং তার সহযোগী তামাই গ্রামের মনিরুল ইসলাম। ফজলুল হক উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পুঠিয়া গ্রামের নাজিমুদ্দিন শেখের ছেলে।

এ প্রসঙ্গে বেলকুচি থানার উপ-পরিদর্শক ও মামলার বাদী আব্দুস সবুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পুলিশ বেশ কিছু ইয়াবাসহ তাদের আটক করে। আটক পুলিশ সদস্য (কনস্টেবল নম্বর ৬০৩) মো. ফজলুল হক নিজেকে কখনও নাটোর, কখনও মাদারীপুর হাইওয়ে থানায় কর্মরত পুলিশ কনস্টেবল পরিচয় দিচ্ছেন। ঈদের আগে বাড়িতে এলেও ছুটি শেষে কর্মস্থলে যোগদান না করে তিনি উল্টাপাল্টা কাজ করে বেড়াচ্ছেন।

এ ব্যাপারে বেলকুচি থানার ওসি আব্দুর রাজ্জাকের কাছে জানতে চাইলে তিনি জেলার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

তবে কোর্ট ইন্সপেক্টর গোলাম মোস্তফা বলেছেন, ‘আটক দুজনের মধ্যে একজন পুলিশ কনস্টেবল, আরেকজন তার সহযোগী এটা নিশ্চিত।’

জেলা পুলিশ সুপার কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. ইউসুফ আলী বলেন, ‘বেলকুচি থেকে দুই মাদক বিক্রেতাকে আটক করে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদের মূল পরিচয় কী, সঠিক পুলিশি তদন্তে তা বের হয়ে আসবে।’

অভিযুক্ত পুলিশ সদস্যর বড় ভাই রাকিব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সে (ফজলুল হক) রাজারবাগ পুলিশ লাইনের অধীনে ট্রাফিক পুলিশে কর্মরত ছিল। তিন মাস আগে সে ঢাকা থেকে বাড়িতে আসে। এরপর আর ফিরে যায় নি। তাকে কোন প্রশ্ন করলে সে কোনও উত্তর দিত না। সে প্রায় তিন বছর আগে থেকে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে। তার স্ত্রী ও দুই সন্তানকেও সে ঠিকমতো দেখভাল করতো না। ব্যাপারটি নিয়ে আমরা পারিবারিকভাবে লজ্জিত।’  

 

 

/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
ফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
বিশ্ব যকৃৎ দিবসফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!