X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

হাসান উদ্দিন সরকারের পক্ষে প্রচারণা বিএনপির কেন্দ্রীয় নেতাদের

গাজীপুর প্রতিনিধি
২২ জুন ২০১৮, ২০:২৭আপডেট : ২২ জুন ২০১৮, ২০:৪৫

কেন্দ্রীয় নেতাদের নিয়ে প্রচারণায় হাসান উদ্দিন সরকার (ছবি- প্রতিনিধি)

প্রচারণার শেষ মুহূর্তে দলের নেতাদের নিয়ে আজ শুক্রবার ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের বিএনপির মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকার। শুক্রবার (২২ জুন) সকাল থেকেই তারা মহানগরের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন। এসময় তাদের সঙ্গে ছিলেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ধানের শীষ প্রার্থীর মিডিয়া সেলের প্রধান ডা. মাজহারুল আলম জানান, ধানের শীষের প্রার্থী হাসান উদ্দিন সরকার শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে মহানগরের যোগীতলা, চান্দনা মোশারফ স্কুল এলাকায় গণসংযোগ করেছেন। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও গাজীপুর সিটি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ড. খোন্দকার মোশারফ হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাসির উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, আমান উল্লাহ আমান, প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপির যুগ্ম-সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, পেশাজীবী নেতা ডা. এজেড এম জাহিদ হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক সোহরাব উদ্দিন, কাপাসিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল খলিল, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, গাজীপুর জেলা সম্মিলিত পেশাজীবী পরিষদ সভাপতি অধ্যাপক নজরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

কেন্দ্রীয় নেতাদের নিয়ে প্রচারণায় হাসান উদ্দিন সরকার (ছবি- প্রতিনিধি)

তিনি আরও জানান, নেতাকর্মীরা দলে দলে বিভক্ত হয়ে মহানগরের ৩১, ৯, ৪০ ও ৪২, ২৩, ৩৯, ২৭, ২৪, ২৮, ১, ৩২, ৩১, ১৩ নং ওয়ার্ডে গনসংযোগ করেন।

হাসান উদ্দিন সরকারের পক্ষে বিএনপির কেন্দ্রীয় নেতাদের প্রচারণা (ছবি- প্রতিনিধি)

আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি নির্বাচন। গত ১৫ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। নির্বাচনের কয়েকদিন আগে সীমানা সংক্রান্ত জটিলতায় উচ্চ আদালতে রিট হলে মাননীয় আদালত নির্বাচন স্থগিতের নির্দেশ দেয়। পরে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী এবং নির্বাচন কমিশন এ রায়ের বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগ নির্বাচনের স্থগিতাদেশ তুলে দেন। নির্বাচন কমিশন আগামী ২৬ জুন নির্বাচনের ভোট গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করে।

এ সিটিতে মেয়র পদে ৭ জন, ৫৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৫৪ জন এবং ১৯ সংরক্ষিত আসনে ৮৪ নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ভোটার রয়েছে ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। মোট ভোট কেন্দ্র ৪২৫টি।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিতর্কের মুখে গাজায় ইসরায়েলি কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মালালা
বিতর্কের মুখে গাজায় ইসরায়েলি কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মালালা
‘পাতানো ম্যাচ’ নয়, মাঠে খেলেই এগিয়ে যেতে চায় স্বাধীনতা
‘পাতানো ম্যাচ’ নয়, মাঠে খেলেই এগিয়ে যেতে চায় স্বাধীনতা
ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, মোকাবিলায় কী করছে ডিএনসিসি
ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, মোকাবিলায় কী করছে ডিএনসিসি
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি