X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘দলীয় ঐকমত্যের স্বার্থে সরোয়ারই প্রার্থী’

বরিশাল প্রতিনিধি
২২ জুন ২০১৮, ২০:৫২আপডেট : ২২ জুন ২০১৮, ২০:৫৯

মুজিবর রহমান সরোয়ার

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির ঐকমত্যের স্বার্থে দলটির মহানগর সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মুজিবর রহমান সরোয়ারকেই প্রার্থী করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বরিশাল জেলা বিএনপির সভাপতি এবং মেয়র পদে দলীয় মনোনয়নের জন্য আবেদনকারীদের অন্যতম এবায়দুল হক চান বলেন, ‘দলীয় ঐকমত্যের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাজীপুরে ২৬ জুন নির্বাচন এবং ২৮ জুন বরিশালে নির্বাচন কমিশনে প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। পরিবেশ-পরিস্থিতি দেখে যথাসময়ে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।’  

এ ব্যাপারে শুক্রবার (২২ জুন) মুজিবর রহমান সরোয়ার জানান, তিনি ছিলেন বিসিসির প্রথম নির্বাচিত মেয়র এবং পরে সদর আসনের নির্বাচিত সংসদ সদস্য ও হুইপ। তাই এবার বিসিসির বদলে জাতীয় সংসদ নির্বাচন করতেই বেশি ইচ্ছুক ছিলেন তিনি। এজন্য মেয়র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন চেয়ে প্রথমে কোনও আবেদন করেননি, বরং মনোনয়ন বোর্ডের সদস্য ছিলেন। তবে পরে দলের নির্দেশে মেয়র পদে দলীয় মনোনয়নের জন্য তার আবেদনপত্র জমা দেওয়া হয়। বৃহস্পতিবার দলীয় মেয়র প্রার্থী বাছাই করার জন্য সাক্ষাৎকার পর্বে তাকে বিসিসি মেয়র পদে নির্বাচন করার প্রস্তুতি নিতেও বলা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে আরও পরে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল আলম ফরিদ বলেন, ‘সরোয়ারই বিএনপির মেয়র প্রার্থী, এটা ঠিক আছে। তবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ এবং আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নাম ঘোষণা ও কর্মকাণ্ড দেখে এ বিষয়ে পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’  

কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক টিপু সুলতান জানান, আসন্ন সিটি করপোরেশনগুলোর নির্বাচনে দলীয় প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া এবং প্রার্থী বাছাইও শেষ করা হয়েছে। এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা পরে দেওয়া হবে। বিএনপি নির্বাচনমুখী দল। অবাধ, সুষ্ঠু এবং লেভেল প্লেয়িং ফিল্ডে নির্বাচনের নিশ্চয়তা পেলে তাতে অংশগ্রহণ করা হবে।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির দলীয় মনোনয়ন লাভের জন্য আবেদনপত্র কিনেছিলেন বর্তমান মেয়র আহসান হাবিব কামাল, কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন ও সাবেক ছাত্রনেতা আলী হায়দার বাবুল। এরপরই মুজিবর রহমান সরোয়ারকে মনোনয়নপত্র নিতে দল থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।

 

 

 

/এএইচ/এএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী