X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

গাজীপুরে প্রচারণার পাশাপাশি গ্রেফতার ঠেকাতে সক্রিয় থাকার আহ্বান মোশাররফের

গাজীপুর প্রতিনিধি
২২ জুন ২০১৮, ২২:০৭আপডেট : ২২ জুন ২০১৮, ২২:১৮

খন্দকার মোশাররফ হোসেন (ফাইল ছবি) প্রচারণার পাশাপাশি গ্রেফতার ঠেকাতে দলীয় নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার গাজীপুর সিটি করপোরেশনের মিহানগরের বিভিন্ন এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারের পক্ষে গণসংযোগ ও পথসভায় তিনি এ আহ্বান জানান।

খন্দকার মোশাররফ বলেন, ‘কোনও অজুহাতে যেন আর গ্রেফতার না হয় সরকারকে সে ব্যবস্থা নিতে হবে। নির্বাচনের দিন পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করবো। তারপর অবস্থা বুঝে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেবো।’

এসময় তার সঙ্গে ছিলেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফজলুল হক মিলন, সিনিয়র সহ-সভাপতি সালাহ উদ্দিন সরকার, যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ, গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সরাফত হোসেন প্রমুখ।

খন্দকার মোশাররফ বলেন, ‘সরকার যে হীন ষড়যন্ত্র ও কৌশল করছে আমরা তাদের এই বলে সাবধান করতে চাই, জনগণ কিন্তু তাদের এ ধরনের অপকৌশল বুঝে। দেশে জাতীয় সংসদ নির্বাচন কীভাবে হবে, হবে কিনা এটা এই কটি সিটি করপোরেশন নির্বাচন নির্ধারণ করবে। আমরা তাই সরকার এবং নির্বাচন কমিশনের বারবার দৃষ্টি আকর্ষণ করছি, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সরকার এবং নির্বাচন কমিশনের জন্য একটা বিশেষ পরীক্ষা। আমরা আশা করি তারা এ পরীক্ষায় উত্তীর্ণ হবেন। না হলে ভবিষ্যতে এদেশে নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন প্রক্রিয়ার কী পরিণতি হবে, কী ঘটনা ঘটবে সেটা আমরা এখনই বলতে পারবো না। আমাদের সিদ্ধান্ত আমরা এখনই নিতে পারবো না।’

বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার পথসভায় বক্তৃতায় বলেন, ‘এটি সরকার পরিবর্তনের নির্বাচন নয়, এটি একটি স্থানীয় সরকার নির্বাচন। তাই জনগণের রায়কে ভয় পাওয়ার কোনও কারণ নেই। কাজেই গণগ্রেফতার বন্ধ করে ভোটের পরিবেশ নির্বিঘ্ন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানাই।’

শুক্রবার মহানগরের মোগরখাল, যোগীতলা, মাড়ীয়ালী, নগপাড়া মণ্ডল বাড়ী, ইটাহাটা রাস্তার মাথা, হক মার্কেট ও কাউন্সিলর ফয়সাল সরকারের অফিস প্রাঙ্গণে তারা পথসভা করেন।

 

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধুমতি ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের
মধুমতি ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের
আইসিটি খাতে নারীদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য: শিক্ষা প্রতিমন্ত্রী
আইসিটি খাতে নারীদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য: শিক্ষা প্রতিমন্ত্রী
হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলি পাল্টা হামলা
হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলি পাল্টা হামলা
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ