X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সিটি নির্বাচন ইসির জন্য পরীক্ষা: সুজন

রাজশাহী প্রতিনিধি
২৩ জুন ২০১৮, ১৭:০৮আপডেট : ২৩ জুন ২০১৮, ১৭:২০

সংবাদ সম্মেলন (ছবি- প্রতিনিধি)

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনগুলো নির্বাচন কমিশনের (ইসি) জন্য এক ধরনের পরীক্ষা। এসব নির্বাচন সুষ্ঠু না হলে আমরা জাতিগতভাবে সংকটের মুখোমুখী হতে পারি। শনিবার (২৩ জুন) দুপুরে রাজশাহী নগরীর একটি রেঁস্তোরায় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুজনের রাজশাহী অঞ্চলের কো-অর্ডিনেটর সুব্রত কুমার পাল।

সুজন মহানগর ও জেলা কমিটি এবং পিস প্রেসার গ্রুপ আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও রংপুর সিটি করপোরেশন নির্বাচন সফলতার সঙ্গে সম্পন্ন করে নির্বাচন কমিশন ভোটারদের মধ্যে আস্থা সৃষ্টি করতে পেরেছিল। কিন্তু খুলনা সিটি নির্বাচনে তারা তা ধরে রাখতে পারেনি। আমরা আশা করবো, খুলনা সিটি নির্বাচনে যে সব অনিয়ম ও ক্রটি-বিচ্যুতি চিহ্নিত হয়েছে, কমিশন তা আমলে নেবে এবং তদন্ত করবে। প্রতিটি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। একইসঙ্গে চিহ্নিত সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠতে পূর্ব-প্রস্তুতি গ্রহণ করবে, যাতে গাজীপুর, রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন ক্রটিমুক্তভাবে তথা অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়।’

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ‘আসন্ন সিটি নির্বাচনগুলো ইসির জন্য পরীক্ষা। কেননা, এ বছরেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সিটি নির্বাচনগুলো অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলে মানুষের মধ্যে নির্বাচন কমিশনের প্রতি আস্থা সৃষ্টি হবে এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে তারা আশাবাদী হবে।’

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘নির্বাচন রাজনৈতিক দলভিত্তিক হওয়ায় ইসির চ্যালেঞ্জ আরও বেড়েছে। একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা ইসির একক প্রচেষ্টায় কখনোই সম্ভব না; সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার, রাজনৈতিক দল, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম, প্রার্থী, সমর্থক ও ভোটাদের সহযোগিতা প্রয়োজন।’

সংবাদ সম্মেলন থেকে নির্বাচন সংশ্লিষ্ট সবার দায়িত্ব সঠিক ও সততার সঙ্গে পালনের আহ্বান জানানো হয়।

সুজন রাজশাহী মহানগর কমিটির সভাপতি পিয়ার বখশের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে জেলা কমিটির সভাপতি আহমেদ শফি, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা