X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

দেশে জনগণের সরকার নেই, তাই সর্বক্ষেত্রে নৈরাজ্য: মোশাররফ

কুমিল্লা প্রতিনিধি
২৩ জুন ২০১৮, ১৮:৪৫আপডেট : ২৩ জুন ২০১৮, ১৮:৫৫

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খন্দকার মোশাররফ হোসেন (ছবি- প্রতিনিধি)

দেশে জনগণের সরকার না থাকার কারণে সব ক্ষেত্রে নৈরাজ্য বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। শনিবার (২৩ জুন) কুমিল্লার দাউদকান্দি পৌর সদরে তুজারভাংগা কিন্ডারগার্টেন স্কুল মাঠে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত পৌর ছাত্রদল নেতা জুয়েল প্রধান রায়হানের রুহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের আগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘পরিবহন সেক্টরে আজ চরম নৈরাজ্য ও অরাজকতা বিরাজ করছে। দেশে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার অন্যতম কারণ পরিবহন সেক্টরের এই নৈরাজ্য।’

সরকার জনগণের নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘দেশে জনগণের সরকার নেই, তাই সর্বক্ষেত্রে চরম নৈরাজ্য চলছে। কোথাও কোনও জবাবদিহিতা নেই, নিয়ন্ত্রণ নেই। সরকারের নির্দেশনা কেউ মানছে না, যে যার ইচ্ছেমতো কাজ করছে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘জনগণের নিরাপদ ও শান্তিপূর্ণ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব। সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন সামাজিক সংগঠন আন্দোলন করছে এবং সমাধানের রূপরেখা দিচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে, এই বিষয়ে সরকার কার্যকর ব্যবস্থা নিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’

তিনি বলেন, ‘সরকারের পরিবহনমন্ত্রী মিডিয়ার সামনে প্রায়শই কাব্যিক কথামালা দিয়ে সাফল্যের ফুলঝুড়ি প্রকাশ করছেন। প্রকৃতপক্ষে তিনি পরিবহন সেক্টরে নৈরাজ্য, অরাজকতা ও সড়ক দুর্ঘটনা রোধে কিছুই করতে পারেননি।’

দাউদকান্দি উপজেলা ছাত্রদলের সভাপতি রোমান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, দাউদকান্দি উপজেলা বিএনপির সভাপতি একেএম সামসুল হক, দাউদকান্দি পৌর বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন মিয়াজী, সহ-সভাপতি নুর মোহাম্মদ সেলিম সরকার, সাধারণ সম্পাদক নুরুল আমিন নাঈম সরকার, চেয়ারম্যান মজিবুর রহমান, দাউদকান্দি পৌর কাউন্সিলর মোস্তাক মিয়া, সালাহ উদ্দিন সরকার ও খন্দকার সুমন, বিএনপি নেতা ফারুক আহমেদ রিপন, কাউসার আলম সরকার, কুমিল্লা উত্তর জেলা যুবদল সভাপতি সাহাবুদ্দিন ভুঁইয়া, যুবদল নেতা বাবুল মোল্লা, শরিফ চৌধুরী, কামরুজ্জামান ফকির, ওলামা দল নেতা মাওলানা আব্দুল লতিফ, ছাত্রদল নেতা আল-আমিন সরকার, আসাদুজ্জামান লিমন, আব্দুল বাসেদ, মহিলাদল নেত্রী ফরিদা ইয়াসমিন ও আইরিন সরকার প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!