X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বড়াইগ্রামে মাদক মামলার আসামি ছিনতাই

নাটোর প্রতিনিধি
২৩ জুন ২০১৮, ২১:১৮আপডেট : ২৩ জুন ২০১৮, ২১:২৫





নাটোর নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গ্রেফতারের পর পুলিশকে মারধর করে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ জুন) সকালে উপজেলার জলন্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হন বলে জানায় পুলিশ।

আহত দুই পুলিশ সদস্যরা হলেন- এএসআই মতিউর রহমান (২৮) ও শিবলু রহমান (২৯)। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, উপজেলার জলন্দা গ্রামের জমসের আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫) দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে থানায় ওয়ারেন্ট রয়েছে। শনিবার সকালে ওই আসামিকে গ্রেফতারের জন্য এএসআই মতিউর রহমান ও শিবলু রহমান জলন্দা গ্রামে যান। এক পর্যায়ে তাকে গ্রেফতার করতেও সক্ষম হন। গ্রেফতার শেষে ফিরে আসার সময় হঠাৎ করে আসামির পরিবারের লোকজন ও স্থানীয়রা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় বাধা দিতে গেলে শিবলু ও মতিউর আহত হন। এক পর্যায়ে তারা আসামিকে ছিনতাই করে পালিয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে দুপুরের কিছু আগে দুই প্লাটুন পুলিশ গ্রামটিতে অভিযান চালিয়ে আসামির বাবা-মাসহ ৮ জনকে আটক করে।তবে মূল আসামিকে ধরা যায়নি।
ওসি দিলিপ কুমার আরও জানান,এএসআই শিবলুর হাতে জখম হয়েছে। সম্ভবত কেউ আসামিকে ছিনিয়ে নিতে গিয়ে তার হাতে কামড় দিয়েছে। আর মতিউর ধ্বস্তা-ধ্বস্তিতে আহত হয়েছেন। তাদের কারও অবস্থাই শঙ্কটাপন্ন নয়। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!