X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বরিশাল সিটি নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার আহ্বান সুজনের

বরিশাল প্রতিনিধি
২৪ জুন ২০১৮, ০৬:৩৬আপডেট : ২৪ জুন ২০১৮, ০৭:০৬

বরিশাল সিটি নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার আহ্বান সুজনের

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার আহ্বান জানিয়েছে নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন)। শনিবার (২৩ জুন) নগরীর রায় রোডে আবদুল খালেক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা।

সম্মেলনে কিছু প্রস্তাবনাও উপস্থাপন করেছে সুজন। নেতারা জানান, আগামী ১৩ জুলাই  মেয়র প্রার্থীদের সাথে জনগণের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হবে। জনতার মুখোমুখি অনুষ্ঠানে বরিশালের উন্নয়নের দাবি ও নাগরিক সংকট মেয়র প্রার্থীরা কিভাবে মোকাবেলা করবেন সেটা জানা যাবে। পাশাপাশি যে কোন অনিয়মের প্রতিবাদে সুজন মানববন্ধন করতে প্রস্তুত থাকবে। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করে সুজনের বরিশাল মহানগর কমিটির সভাপতি অধ্যাপক শাহ সাজেদা আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে সব দল ও প্রার্থীর জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতের আহ্বান জানান। তিনি বলেন, ‘নির্বাচন একটি গণতান্ত্রিক পন্থা। যার মধ্য দিয়ে ভোটাররা তাদের স্বার্থে কাজ করার জন্য পছন্দের প্রার্থী বেছে নেয়ার সুযোগ পান। কুমিল্লা ও রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন সফলতার সাথে সম্পন্ন করে নির্বাচন কমিশন ভোটারদের মধ্যে যে আস্থার সৃষ্টি করতে পেরেছিল, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে তা ধরে রাখতে পারেনি।

শাহ সাজেদা আরও বলেন,  খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে যে সব অনিয়ম ও ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত হয়েছে নির্বাচন কমিশন তা আমলে নিয়ে এগুলোর ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ তদšত করার পাশাপাশি প্রতিটি ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

একইসঙ্গে চিহ্নিত এসব সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠে যাতে গাজীপুর, বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন ত্রুটিমুক্ত তথা অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণভাবে আয়োজন করা যায় তার জন্য পূর্ব-প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

২০১৩ সালের ১৫ জুন বরিশাল সিটি কর্পোরেশনের সর্বশেষ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছিল। আসন্ন সিটি কর্পোরেশ নির্বাচন যদি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত না হয়, তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতিগতভাবে আমরা নতুন সংকটের মুখোমুখি হতে পারি; যা একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত করতে পারে বলে শাহ সাজেদা আশংকা প্রকাশ করেন।

এছাড়া দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, যুদ্ধাপরাধী, নারী নির্যাতনকারী, মাদক ব্যবসায়ী, চোরাকারবারি, ঋণখেলাপি, বিলখেলাপি, ধর্ম ব্যবসায়ী, ভূমিদস্যু, কালো টাকার মালিক অর্থাৎ অযোগ্য ও গণবিরোধী ব্যক্তিকে ভোট না দেয়ার জন্যও সুজন নেতারা আহবান জানান।

অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সুজন-নেতারা যেসব পরামর্শ দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে : প্রার্থীদের সম্পদ সম্পর্কে যাচাই-বাছাই, খরচ নিয়ন্ত্রণে শক্তিশালী ভূমিকা পালন, ব্যানার-ফেস্টুন ব্যবহারে সুনির্দিষ্ট নীতিমালা ও তা বা¯তবায়নে কার্যকরী ভূমিকা রাখা,  কেন্দ্রগুলো সিসিটিভির আওতায় আনা, কালো টাকা ও পেশিশক্তি ব্যবহারে কঠোর অবস্থান নেয়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা নিশ্চিত, প্রার্থীদের হলফনামা প্রচার, ওয়ার্ডে অনিয়ম হলে নির্বাচন স্থগিত, নির্বাচনী পরিবেশ সৃষ্টির লক্ষ্যে অবিলম্বে তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধে কঠোর হওয়া ইত্যাদি।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব সুজন জেলা সভাপতি মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন এবং মূল বক্তব্য উপস্থাপন সুজনের বরিশাল মহানগর কমিটির সভাপতি অধ্যাপক শাহ সাজেদা। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত, মহানগর কমিটির সাধারণ সম্পাদক  রফিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক সুশাšতঘোষ, মেহের আফরোজ মিতা, সুজনবন্ধু সোহানুর রহমান প্রমুখ। 

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী