X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভোট চলছে

মৌলভীবাজার প্রতিনিধি
২৪ জুন ২০১৮, ০৯:৫৪আপডেট : ২৪ জুন ২০১৮, ০৯:৫৪

সোনাছড়া চা বাগানে শো ডাউন

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ। রবিবার (২৪ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারা দেশে একযোগে ভোট গ্রহণ চলবে। নির্বাচনে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার ২২৮টি চা বাগান ও ফাঁড়ি বাগানের মোট ৯৮ হাজার ৭৫২ জন চা শ্রমিকরা তাদের ভোট  প্রদান শুরু করেছে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘শান্তিপূর্ণ ভোট গ্রহণ শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি রয়েছে। এর আগের দিন (২৩ জুন) নির্বাচনি মালামাল নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছে।’

জানা যায়, চা শ্রমিক ইউনিয়নে এবারের নির্বাচনে কেন্দ্রীয় কমিটিতে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা ভোটারদের ঘরে ঘরে ভোট প্রার্থনা ও আর্শীবাদ চেয়েছেন। পোস্টারে পোস্টারে বাগানগুলো ভরে গেছে। প্রার্থীদের সমর্থনে কর্মীরা দল বেধে নিজ নিজ প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন।

শ্রমিকদের সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কমিটির পদে হাডাহাড্ডি লড়াই হবে। এ কমিটিতে রয়েছে তিনটি প্যানেল। সংগ্রাম কমিটির ব্যানারে প্যানেলে সভাপতি পদে মাখন লাল কর্মকার ও সাধারণ সম্পাদক পদে রামভজন কৈরী ও চা শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে সভাপতি পদে বিজয় বুনার্জি ও সাধারণ সম্পাদক পদে সীতারাম অমলিক, মহা সংগ্রাম কমিটি ব্যানারে শ্রী ধনী কুর্মী ও গীতা কানুর নেতৃত্বে চা বাগানে নির্বাচনি কার্যক্রম চলছে। অপরদিকে বালিশিরা ভ্যালি সভাপতি হিসেবে প্রাণেশ গোয়ালা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোট দিতে যাচ্ছেন চা শ্রমিকরা

চা শ্রমিক সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক রামভজন কৈরী জানান, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে পূর্ণ প্যানেলে জয়লাভে আশাবাদী।’

চা শ্রমিক ঐক্য পরিষদ সভাপতি প্রার্থী বিজয় বুনার্জী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভেতরে ভেতরে টাকার খেলা চলছে।’

মহা সংগ্রাম কমিটি ব্যানারে শ্রী ধনী কুর্মী বলেন, ‘বিপুল ভোটে জয়লাভ করবো বলে আশাবাদী।’

শ্রীমঙ্গল জঙ্গলবাড়ী চা বাগান কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিটি ভোট সেন্টারে একটি করে বুথ রয়েছে। আমার সেন্টারে একটি বুথে ৩৯৮ জন ভোটার তাদের ভোট প্রদান করছেন।’

জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালাল বলেন, ‘জেলার সব কটি ভোট কেন্দ্রে সব ধরনের নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

শ্রীমঙ্গল চা শিল্প  শ্রমকল্যাণ বিভাগের উপ-শ্রম পরিচালক মো. গিয়াস উদ্দিন জানান, ‘নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে সব ধরনের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। চা বাগানে একযোগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে।’

উল্লেখ্য, নিবাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার জেলা প্রশাসকরা নির্বাচনের সমন্বয়ক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটরা রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট ২০টি উপজেলার নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসার এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারীরা প্রিজাইডিং অফিসার ও পোলিং পার্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেনন। এছাড়া সংশ্লিষ্ট চা বাগান কেন্দ্রিক প্রাথমিক বিদ্যালয়গুলো ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ