X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পোশাক কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুরে একঘণ্টা সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
২৪ জুন ২০১৮, ১৩:২৯আপডেট : ২৪ জুন ২০১৮, ১৩:৩১

গাজীপুরে একঘণ্টা সড়ক অবরোধ

গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তায় হরাইজন লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা কারখানা খুলে দেওয়ার দাবিতে একঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছিল শ্রমিকরা। স্থানীয়রা জানায়, পরে পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শিল্প পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, শ্রমিকদের লাঠিপেটার অভিযোগ ভিত্তিহীন। তাদের বোঝানোর পর দুপুর ১২টার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে নেয়।

এ ব্যাপারে কারখানার সুইং অপারেটর আলমগীর হোসেন ও তরিকুল ইসলাম জানান, এই মাসের বেতন না দিয়ে আগের বেতন-ভাতা পরিশোধ করে কারখানা কর্তৃপক্ষ ঈদের আগে ছুটি দেয়। ২৩ জুন কারখানা খোলার কথা ছিল। ওইদিন কারখানায় এসে তালা লাগানো দেখে শ্রমিকরা। তখন কর্তৃপক্ষ জানায়, কারখানা অন্যত্র শিফট করা হবে, পরে শ্রমিকরা যেন সেখানে যোগ দেয়। কিন্তু শ্রমিকরা তাতে রাজি না হয়ে বকেয়া বেতনাদি পরিশোধের দাবি জানালে কর্তৃপক্ষ তালবাহানা শুরু করে। রবিবার সকালে কারখানার সামনে অবস্থান নেয় শ্রমিকরা। পরে পুলিশ এসে শ্রমিকদের লাঠিচার্জ করে। এতে কমপক্ষে ১৫ নারী ও পুরুষ শ্রমিক আহত হয়। পরে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়।

গাজীপুরে একঘণ্টা সড়ক অবরোধ

সুইং অপারেটর সীমা, রায়হান ও ইউসুফের সঙ্গে কথা বলে জানা যায়, আন্দোলন ছাড়া কারখানা কর্তৃপক্ষ বেতনভাতা পরিশোধ করেনি। অন্যত্র অফিস শিফট করার অজুহাত দেখিয়ে কারখানা বন্ধ ও শ্রমিক ছাঁটাইয়ের কৌশল করছে। কারখানায় ডাইং ও নিটিং ছাড়া সব বিভাগের শ্রমিকদের বের করে দিয়েছে কর্তৃপক্ষ। শ্রম আইন অনুযায়ী বেতনভাতা পরিশোধের দাবি শ্রমিকদের।

এ ব্যাপারে কারখানার সহকারী ব্যবস্থাপক আশরাফুল ইসলাম জানান, অ্যাকর্ড কারখানা সুইংয়ের মালামাল নিতে অনাগ্রহ প্রকাশ করছে। তাই কারখানা অন্যত্র শিফট করা হচ্ছে। শ্রমিকেরা এটি বুঝতে চায় না। তারা অন্যত্র কাজে যোগ দিতে চায় না।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন