X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

কেরানীগঞ্জ প্রতিনিধি
২৪ জুন ২০১৮, ১৬:৩৪আপডেট : ২৪ জুন ২০১৮, ১৬:৪০





কেরানীগঞ্জে সমাবেশে কথা বলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ও স্বাধীনতা বিরোধীদের কোনও দিন রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দেওয়া হবে না। তিনি বলেন, ‘আগামীতে সরকারে থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং বিরোধীদলেও থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি।’ রবিবার (২৪ জুন) সকাল ১১টার দিকে কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের শাহপুর মাদ্রাসা মাঠে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির উদ্দেশ্যে কামরুল বলেন, ‘নির্বাচন এলেই দলটি এ নিয়ে ধুম্রজাল সৃষ্টি করে। তারা নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করে। গাজীপুরের নির্বাচন নিয়ে বিএনপি আগাম নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্কীত কথাবার্তা বলছেন। নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। সেখানে তাদের নিশ্চিত পরাজয় জেনে তারা এমন আবল তাবল কথা বলছেন।’ তিনি বলেন, ‘বিএনপির দাবির মুখে জাতীয় নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়া হবে না। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’
খাদ্যমন্ত্রী বলেন,  ‘বিএনপির সাংগঠনিক শক্তি নেই। তাই আন্দোলন করারও কোনও শক্তি নেই তাদের। তাদের নেত্রী খালেদা জিয়া চুরির মামলায় কারাগারে আছেন। তাকে জামিন দিবেন কিনা তা আদালতের বিষয়। এ বিষয়ে আমাদের কোনও হাত নেই।’
বাংলাদেশের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন,  ‘বাংলাদেশকে একসময় অনেক দেশ মিসকিন বলতো। এখন আর তারা তা বলতে পারে না। দেশের সেই অবস্থা নেই। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সারাবিশ্বের প্রশংসা অর্জন করছেন।’
কেরানীগঞ্জবাসীর উদ্দেশ্যে কামরুল বলেন, ‘নির্বাচনের আগে আমি ১২ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। এই টাকা দিয়ে আমি কেরানীগঞ্জে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন রাস্তা-ঘাট ও ব্রিজ নির্মাণ করবো। কেরানীগঞ্জে আমি ব্যাপক উন্নয়ন করেছি। আমি কোনও ভূমিদস্যু নই । ভূমিদস্যু ও সন্ত্রাসীদের আমি মনে প্রাণে ঘৃণা করি। আগামী নির্বাচন আমার জন্য বড় চ্যালেঞ্জ। যদি আমি কেরানীগঞ্জে ব্যাপক উন্নয়ন করে থাকি তবেই আগামী নির্বাচনে আপনারা আমাকে ভোট দিবেন।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-২ সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও ঢাকা জেলা যুবলীগের সভাপতি শফিউল আজম খান বারকুর। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী চৌধুরী সেলিম, রোহিতপুর ইউনিয়নের চেয়ারম্যান হাজী আব্দুল আলী, আওয়ামী লীগ নেতা হাজী আবু সিদ্দিক, রোহিতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সলিমুল্লাহ, আওয়ামী লীগ নেতা সাহাবুদ্দিন সাহা, আইকে শাহীন, জাকি উদ্দিন রিন্টু, মো.আলাউদ্দিন, অ্যাডভোকেট এনামুল হক, ইঞ্জিনিয়ার হান্নান ও শাহাদাৎ হোসেনসহ অনেকে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন