X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

‘চরমপন্থীদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনায় দুজনকে হত্যা’

পাবনা প্রতিনিধি
২৪ জুন ২০১৮, ২৩:২৩আপডেট : ২৪ জুন ২০১৮, ২৩:৫০

পাবনা পাবনায় চরমপন্থী নেতাসহ দুই জনকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনা চরমপন্থীদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে বলে দাবি পুলিশের।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরমপন্থী সংগঠনের মধ্যে বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে।’

রবিবার (২৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে তেবাড়িয়া বাজারে একটি চায়ের দোকানে তাদের হত্যা করা হয়।

নিহতরা হলো পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) আঞ্চলিক নেতা আব্দুল গফুর (৫৫) ও মুদি দোকানদার ইদ্রিস আলী (৪২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা চা দোকানে এসে প্রথমে আব্দুল গফুরকে এলোপাতাড়ি কোপানো শুরু করে। গফুর দৌড়ে পালানোর সময় তারা তাকে গুলি করে। তখন গুলি মুদি দোকানদারের গায়ে লেগে তিনি আহত হন। সন্ত্রাসীদের মুখে কোনও মুখোশ ছিল না। তারা স্বাভাবিকভাবেই চা দোকানের দিকে হেঁটে এসেছিল। হত্যাকাণ্ডের পর লোকজনের চিৎকারে তারা দৌড়ে পালিয়ে যায়।  
পুলিশ সুপার বলেন, ‘চরমপন্থী নেতা আব্দুল গফুর তেবাড়িয়া বাজারের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এসময় ১০-১২ জন সশস্ত্র সন্ত্রাসী আকস্মিকভাবে বাজারে ঢুকে বোমা ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে। তারা গফুরকে এলোপাতাড়ি কুপিয়ে এবং গুলি করে হত্যা করে। এসময় সন্ত্রাসীদের ছোড়া গুলি লেগে বাজারের মুদি দোকানদার ইদ্রিস আলীও গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার সময় তিনি পথে মারা যান।’ তিনি বলেন, ‘আতাইকুলা থানার তেবাড়িয়া বাজার চরমপন্থী অধ্যুষিত এলাকা।’

নিহত আব্দুল গফুর আতাইকুলা থানার তেবাড়িয়া গ্রামের দবির উদ্দিনের ছেলে ও ইদ্রিস আলী গয়েশবাড়ী গ্রামের ময়েজ আলীর ছেলে।

আতাইকুলা থানার ওসি মাসুদ রানা বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।’

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য করার পক্ষে ভোট দিলো সাধারণ পরিষদ
ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য করার পক্ষে ভোট দিলো সাধারণ পরিষদ
কোপা আমেরিকায় ব্রাজিলের বিস্ময় জাগানিয়া দল
কোপা আমেরিকায় ব্রাজিলের বিস্ময় জাগানিয়া দল
দেহরক্ষীদের প্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি
দেহরক্ষীদের প্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি
ব্যাটারদের ব্যর্থতায় শেষ ওভারে রোমাঞ্চ দেখলেন দর্শকরা 
ব্যাটারদের ব্যর্থতায় শেষ ওভারে রোমাঞ্চ দেখলেন দর্শকরা 
সর্বাধিক পঠিত
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে উদ্বেগ কতটা?
দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে উদ্বেগ কতটা?