X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‍পৃথক দুর্ঘটনায় টাঙ্গাইলে নিহত ৬, আহত ৩৩

টাঙ্গাইল প্রতিনিধি
২৫ জুন ২০১৮, ১০:০৭আপডেট : ২৫ জুন ২০১৮, ১৫:২১

‍পৃথক দুর্ঘটনায় টাঙ্গাইলে নিহত ৬, আহত ৩৩

 

টাঙ্গাইলের কালিহাতী ও ঘাটাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় মোট ৬ জন নিহত ও কমপক্ষে ৩৩ জন আহত হয়েছে বলে সংশ্লিষ্ট থানার পুলিশ নিশ্চিত করেছে।

জানা যায়, টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক উল্টে ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৩০ জন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৫ জুন) ভোর সাড়ে ৫টার দিকে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন জানান, সকাল ৬টার দিকে অন্তত ৩৫ জন গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ৫ জন মারা যায়। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত যাত্রীরা জানান, তারা সবাই প্রাণ-আরএফএল কোম্পানির শ্রমিক। ছুটি শেষে গাইবান্ধা থেকে দুটি ট্রাকযোগে অন্তত ১২০ জন সিলেটের উদ্দেশে রওনা দেয়। তারা টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।

এ ব্যাপারে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ‘বাসস্ট্যান্ড এলাকায় একটি ট্রাক উল্টে যায়। খবর পেয়ে কালিহাতী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৩০ জন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।’

এদিকে পৃথক ঘটনায় টাঙ্গাইলের ঘাটাইলে একটি পিকাপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে খলিলুর রহমান (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, হতাহত সবাই নির্মাণ শ্রমিক। আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মোগলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমান জেলার গোপালপুর উপজেলার সাংডুবাইল এলাকার মৃত ময়নালের ছেলে।

/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
পদ্মায় গোসল করতে নেমে ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু
পদ্মায় গোসল করতে নেমে ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ওয়ারীতে ‘হিট স্ট্রোকে’ একজনের মৃত্যু
ওয়ারীতে ‘হিট স্ট্রোকে’ একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা