X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

একাদশ শ্রেণিতে ভর্তি: গ্রামের কলেজে আবেদন কম

কুমিল্লা প্রতিনিধি
২৫ জুন ২০১৮, ১১:১৫আপডেট : ২৫ জুন ২০১৮, ১১:২৬

কুমিল্লা বোর্ড একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রকাশিত মেধা তালিকায় কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে থাকা ৯টি কলেজের শতভাগ আসনের জন্য ভর্তির আবেদন পাওয়া গেছে। যার মধ্যে কুমিল্লার চারটি,ফেনীর চারটি ও নোয়াখালীর একটি কলেজে রয়েছে। তবে গ্রামের কলেজগুলোয় ভর্তির জন্য আবেদন তেমন একটা পড়েনি।

শতভাগ নিশ্চয়ন হওয়া কুমিল্লার চারটি কলেজ হলো কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ ও কুমিল্লা গভর্নমেন্ট সিটি কলেজ। এছাড়া ফেনীর চারটি  কলেজ ফেনী সরকারি কলেজ, ফেনী মহিপাল সরকারি কলেজ, ফেনী দাগনভূঁইয়া কৈবাল মোমোরিয়াল কলেজ ও ফেনী জিয়া মহিলা কলেজ এবং নোয়াখালী চৌমুহনী এম এ কলেজেও শতভাগ আবেদন পড়েছে।

কুমিল্লা শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, কুমিল্লার ৪টি সরকারি কলেজের চাহিদা অনুযায়ী তিনটি বিভাগেই পর্যাপ্ত সংখ্যক শিক্ষার্থী আবেদন করেছে। এছাড়া ফেনীর চারটি এবং নোয়াখালীর একটি কলেজেও পর্যাপ্ত সংখ্যক শিক্ষার্থী আবেদন করায় শতভাগ নিশ্চয়ন সম্ভব হয়েছে।

সূত্র আরও জানিয়েছে,  প্রাথমিক মেধা তালিকায় কুমিল্লা জেলার এক বা দুটি বিভাগ চালু আছে এমন কয়েকটি কলেজেও শতভাগ নিশ্চয়ন হয়েছে। তবে জেলার বিপুল সংখ্যক কলেজে প্রাথমিক মেধা তালিকায় শতভাগ নিশ্চয়ন সম্ভব হয়নি। এসব কলেজে প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী যোগ্য শিক্ষার্থী খুঁজে পাওয়া যায়নি। সরকারি কলেজসমূহ পছন্দের তালিকায় শীর্ষে থাকায় অনেক শিক্ষার্থী ওইসব কলেজে প্রাথমিক ধাপে আবেদন করেনি। গ্রামের কলেজসমূহে আশঙ্কাজনক হারে আবেদন কম পড়ায় আসন সংখ্যা অনুসারে কোথাও কোথাও ৩০শতাংশের বেশি নিশ্চয়ন সম্ভব হয়নি। তৃতীয় মেধা তালিকায় ওইসব প্রতিষ্ঠানের কিছুসংখ্যক আসন পূর্ণ হলেও গড়ে ৫০ শতাংশ অপূর্ণ থেকে যেতে পারে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-কলেজ পরিদর্শক বিজন কুমার চক্রবর্তী বলেন, ‘এটা এখন বলা যাচ্ছে না। এখনও আবেদনের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। কলেজগুলোতে কত শতাংশ নিশ্চয়ন হয়েছে তা ২৫ তারিখের পর সব মেধা তালিকা প্রকাশ শেষে জানা যাবে।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা