X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘গাঁজা না খাইলে গাড়ি চলে না’ (ভিডিও)

এনায়েত করিম বিজয়, টাঙ্গাইল
২৫ জুন ২০১৮, ১৮:৫৭আপডেট : ২৬ জুন ২০১৮, ০১:৩০

দুর্ঘটনায় আহত শ্রমিকরা টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক উল্টে খাদে পড়ে পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। আহতরা জানিয়েছেন, ট্রাক চালক গাঁজা খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। আর এ কারণেই দুর্ঘটনায় পাঁচজন মারা গেছেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালের সামনে আহত কয়েকজনের সঙ্গে কথা হয় আমাদের টাঙ্গাইল প্রতিনিধির। তাদের মধ্যে শ্রমিক ওসমান মিয়া বলেন, ‘গাঁজা খাওয়ার সময় ড্রাইভারকে বাধা দিলে সে বলে আমার বাবাও গাঁজা খায়। আমিও খাই। গাঁজা না খেলে গাড়ি চলে না।’

আহত অন্য শ্রমিকরাও একই কথা বলেন। তারা বলেন—‘ড্রাইভার গাঁজা খাইছে। গাঁজা না খাইলে নাকি গাড়ি চালাতে পারে না।’

সোমবার (২৫ জুন) ভোর সাড়ে পাঁচটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলার সাতুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ট্রাকের আহত যাত্রীরা জানান, তারা সবাই প্রাণ-আরএফএল কোম্পানির শ্রমিক। ঈদের ছুটি শেষে গাইবান্ধা থেকে দুটি ট্রাকে করে কর্মস্থলে যোগ দিতে অন্তত ১২০ জন শ্রমিক সিলেটের উদ্দেশে রওনা দেন। এরমধ্যে একটি ট্রাক দুর্ঘটনায় পতিত হয়।

ট্রাক খাদে পড়ে পাঁচ জন নিহত হন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ‘এ ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২৯ জন। দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে গেছেন। চালকের ব্যাপারে আমি কিছু জানি না।’

নিহতরা হলেন গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বরদখালী গ্রামের আবুল শেখ (৫৫) ও তার ছেলে রাজ্জাক শেখ (২৫), একই উপজেলার পদমী শহর গ্রামের ইব্রাহিম বেপারির ছেলে রফিকুল ইসলাম (৩৬), একই জেলার ফুলছড়ি উপজেলার পশ্চিম ঘাটগাছি গ্রামের আব্দুর রহিমের ছেলে সাইদুর রহমান (৩৪) ও মিরপুর গ্রামের আব্দুলের ছেলে আবুল কালাম (৩৫)।

আরও পড়ুন: ‘গাঁজা খেয়ে গাড়ি চালাচ্ছিলেন ট্রাকচালক’

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়